টিআরপি কম, বদলে গেল খড়কুটোর টাইম স্লট, রইলো সম্প্রচারের নতুন সময়

শুরুর দিকে ব্যাপক জনপ্রিয়তা, নেপথ্যে যৌথ পরিবারের হৈ-হুল্লোড়, মজায়, ঠাট্টায়, ভীষণ আনন্দ যা দর্শকের কাছে হয়ে উঠেছিল টনিক। মুখার্জি পরিবারের প্রত্যেক সদস্য ছিলেন দর্শকের অত্যন্ত পছন্দের। কিন্তু এত জনপ্রিয়তা ধরে রাখতে পারলো না স্টার জলসার (Star Jalsha) খড়কুটো (Khorkuto) ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহে টিআরপিতে জায়গা করতে না পেরে রীতিমতো ভেসেই গেল খড়কুটো।

নতুন বছরের শুরুতেই নিজের জায়গা হারালো খড়কুটো। এতদিন জনপ্রিয়তার নিরিখে প্রাইম টাইম ধরে রেখেছিল এই ধারাবাহিক। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭.৩০ মিনিটে সম্প্রচার হয়ে এসেছে। কিন্তু এবার বদলে গেল খড়কুটো ধারাবাহিকের সম্প্রচার। প্রাইম টাইম থেকে একেবারে দুপুরের স্লটে বদলে দেওয়া হল খড়কুটোর টাইম স্লট। এই খবর স্বভাবতই খড়কুটো ভক্তদের কাছে এক বড়সড় ধাক্কা। যদিও মাঝে অবশ্য ধারাবাহিক বন্ধ করা নিয়ে নেটিজেনরাই শোরগোল তুলেছিলেন।

ধারাবাহিকের গল্প ক্রমাগত গুনগুন, সৌজন্য, তিন্নির ত্রিকোণ প্রেমের দিকে মোড় নিচ্ছিল। গল্পের এই ট্র্যাক দর্শকদের মোটেও পছন্দ নয়। সেই থেকেই কার্যত ধারাবাহিকের টিআরপি তলানীতে নেমেছিল। স্টার জলসার এত জনপ্রিয় ধারাবাহিক হওয়া সত্বেও টিআরপির অভাবে শেষমেষ দুপুরের স্লটে নেমে এলো খড়কুটো। আগামী ১০ই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ সাতটার সময় সম্প্রচার হবে নতুন ধারাবাহিক আলতা ফড়িং। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে খড়কুটোর নতুন সম্প্রচারের সময়।

দর্শককে জানানো হয়েছে ১০ই জানুয়ারি থেকে প্রতিদিন দুপুর ২.৩০ টার সময় খড়কুটো সম্প্রচার হবে। অর্থাৎ নির্দিষ্ট দিন থেকে ওই নির্দিষ্ট সময়েই দেখতে পাবেন খড়কুটো। এই খবরে স্বভাবতই ক্ষুন্ন সৌগুন ভক্তরা। তবে ধারাবাহিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার থেকে দুপুরের স্লটে সম্প্রচারণ হবে জেনে তাও স্বস্তি পেয়েছেন দর্শকরা। যদিও নেটিজেনদের একাংশের দাবি এইভাবে দুপুরের স্লটে খড়কুটোকে পাঠিয়ে দেওয়ার তুলনায় বরং ধারাবাহিক বন্ধ করে দেওয়া ভালো ছিল। নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষমেষ সরে যেতে হলো খড়কুটোকে।