রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে আয় তবে সহচরী, এই তারিখেই হবে ধারাবাহিকের অন্তিম সম্প্রচার

একের পর এক নতুন ধারাবাহিক আসছে বাংলা টেলিভিশন (Bengali Telivision) চ্যানেলগুলোতে। এতে দর্শকরা ভীষণ খুশি তবে নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলো। কোনও ধারাবাহিক বন্ধের খবর মিললেই একদল দর্শকের মন খুব খারাপ হয়ে যায়। এবার যেমন স্টার জলসার (Star Jalsha) আয় তবে সহচরী (Aay Tobe Sohochori) ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে দর্শকদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

এক বছরের মাথাতেই বন্ধ হওয়ার মুখে আয় তবে সহচরী। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর বাদে আবারও পর্দাতে ফিরে এসেছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। এই ধারাবাহিক আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের থেকে ছিল আলাদা। এখানে ছিল অসমবয়সী বন্ধুত্বের গল্প, ছিল শাশুড়ি-বৌমার দুর্দান্ত কেমিস্ট্রি এবং তার সঙ্গে মাঝ বয়সী ঘরোয়া মহিলার পড়াশোনা এবং চাকরির স্বপ্ন পূরণের গল্প।

তবে এই ধারাবাহিক বন্ধ হতে বসেছে এবার। স্টুডিও পাড়াতে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে তেমন ভাল ফলাফল করতে পারছে না ধারাবাহিকটি। এদিকে আবার ধারাবাহিকের মেইন লিড সহচরী ওরফে কনীনিকাও ধারাবাহিক থেকে দূরে রয়েছেন। কনীনিকা স্পাইনাল কর্ডের অপারেশন করিয়েছেন সদ্য। যে কারণে তাকে এখন রেস্টে থাকতে হচ্ছে।

কিছুদিন আগেই স্পাইনাল কর্ডের অপারেশন করানোর জন্য শহরের বাইরে গিয়েছিলেন অভিনেত্রী। সহচরীর অভাবে তখন থেকেই ধারাবাহিকের দায়িত্ব এসে পড়েছে টিপু এবং বরফির উপর। কয়েক সপ্তাহ এভাবে কাটানো গেলেও আর নাকি ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ। এই ধারাবাহিকের বদলে শীঘ্রই আসবে নতুন ধারাবাহিক।

এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে কনিনীকা আনন্দবাজার অনলাইনের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, “আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আমি শুনেছি এমন কথা। কিন্তু প্রোডাকশনের তরফ থেকে এ বিষয়ে আমার সঙ্গে কোনও রকম যোগাযোগ করার প্রয়োজন মনে করা হয়নি এখনও। কিন্তু চ্যানেল থেকে যোগাযোগ করেছিল। আমি বলেছি যদি আপনারা বলেন, তা হলে আমি এই অবস্থাতেও গিয়ে শ্যুটিং করে আসতে পারি।”

কনিনীকার মেয়ে খুবই ছোট। তার উপর আবার তিনি নিজেও গুরুতর অসুস্থ। এখন তার পক্ষে বাইরে বেরিয়ে শুটিং সামলানোটা বেশ চাপের। চ্যানেলের তরফ থেকে অবশ্য এখনও ধারাবাহিকের শেষ সম্প্রচারের দিন জানানো হয়নি। ইতিমধ্যেই স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘হরগৌরী স্পাইস হোটেল’ এর প্রচারের ঝলক এসেছে সামনে। তবে শোনা যাচ্ছে আর এক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।