দক্ষিণ ভারতের ‘পুষ্পা’ (Pushpa) আজও ট্রেন্ড ধরে রেখেছে সোশ্যাল মিডিয়াতে। অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দন্নার (Rashmika Mandanna) এই ছবি দক্ষিণী তারকাদের অভিনয়গুণে মন জয় করে নিয়েছে সারা ভারতের দর্শকদের। পুষ্পার ডায়লগ, সিগনেচার স্টাইল, গান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ‘পুষ্পা’ ছবির প্রত্যেকটি গানও বিভিন্ন আঞ্চলিক ভাষায় রিমেক করা হচ্ছে। ‘ও অন্তভা’, ‘সামি সামি’, ‘শ্রীবল্লী’ (Srivalli) মূল ভার্সনের পাশাপাশি অন্যান্য ভাষাতেও সুপারহিট।
জনপ্রিয়তার সীমারেখা ছাপিয়ে গিয়েছে ‘পুষ্পা’র ‘শ্রীবল্লী’ গানটি। ২০২২ এর সেরা রোমান্টিক গানের তালিকায় নাম তুলে নিয়েছে এই গানটি। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি তো বটেই, ‘শ্রীবল্লী’র বাংলা ভার্সনটিও (Srivalii Bengali Version) সুপারহিট হয়েছে। গানটিকে বাংলায় গেয়ে শোনালেন উষা উত্থুপ (Usha Uthup)। মাত্র ৬ দিন আগে মুক্তি পেয়েই লক্ষ লক্ষ ভিউ পেয়েছে এই গানটি।
গানের মুক্তির আগে ‘শ্রীবল্লী’র একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছিল ইউটিউবে। সেখানে উষা উত্থুপের কন্ঠে গানের কিছু অংশ শোনানো হয়। প্রোমোতে জানা গিয়েছিল ২৮শে ফেব্রুয়ারি সম্পূর্ণ গানটি মুক্তি পাবে। এরপর নির্দিষ্ট দিনেই উষা উত্থুপের গাওয়া ‘শ্রীবল্লী’র বাংলা ভার্সন মুক্তি পেল। গানের টাইটেল, ‘তুমি তোমার তুলনা শ্রীবল্লী’। প্রোমোতেই ধরা পড়েছিল শ্রোতাদের উচ্ছ্বাস।
এরপর সম্পূর্ণ গানটি মুক্তি পাওয়ার পর পরই সোশ্যাল মিডিয়াতে ফের একবার ভাইরাল হল উষা উত্থুপের গাওয়া গানটি। শ্রোতারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। হু হু করে ভাইরাল হচ্ছে ভিডিওটি। গানের ভিডিওতে অল্লু অর্জুন এবং রশ্মিকার রোমান্সের দৃশ্য তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে গান গাইছেন উষা উত্থুপ। গানের বাংলা ভার্সনটি শ্রোতাদের বেশ পছন্দ হয়েছে। কমেন্ট বক্সে সে কথা জানাতে ভুলছেন না তারা।
ছবিতে আসল গানটি লিখেছিলেন চন্দ্র বোস। মূল ভার্সনে ‘শ্রীবল্লী’ গানটি গেয়েছেন শ্রীরাম। সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এই গানের হিন্দি ভার্সনটিও সুপারহিট হয়েছে। হিন্দিতে ‘শ্রীবল্লী’ গেয়েছেন জাভেদ আলি। অল্লু অর্জুন তথা ‘পুষ্পা’র সিগনেচার স্টাইলে গালের নিচে হাত ঘষার অংশটি কপি করেছেন উষা উত্থুপও! গানের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।