বর্তমান সময় প্রায় সবক্ষেত্রেই বলিউড (Bollywood)-এর অভিনেত্রীরা টক্কর দিচ্ছে অভিনেতাদের। সলমন খান (Salman Khan) থেকে শুরু করে রণবীর সিং (Ranveer Singh) সকলেই পিছনে ফেলে দিতে পারেন আজকের যুগের অভিনেত্রীরা। কিন্তু আগে এমন পরিস্থিতি ছিল না। ধীরে ধীরে এই পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের পিছনে অনেক অভিনেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশেষ করে পারিশ্রমিকের দিক থেকেই অভিনেত্রীরা খুব পিছিয়ে ছিলেন অভিনেতাদের থেকে। আজ কিন্তু এই ফারাক অনেকটা কমে এসেছে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক অভিনেত্রীর। জানেন এই অভিনেত্রীর নাম? অনেকেই ভাববে রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা অথবা দীপিকার নাম।
কিন্তু তাদের মধ্যে কেউ নন, এই অভিনেত্রীর জনপ্রিয়তাও কম নয়, ইনি হলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। হ্যাঁ এটাই সত্যি, তাঁর দেখানো পথ ধরেই আজ কোটি কোটি টাকা পারিশ্রমিকের জন্য দাবি করতে পারছেন অভিনেত্রীরা। আসলে শ্রীদেবী প্রথম অভিনেত্রী যিনি ১ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন।
শুধু মাত্র বলিউডেই নয়, সমগ্ৰ ভারতেই তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী ছিলেন যিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেছিলেন। তবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রীকে আমরা হারিয়েছি ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। তবে মৃত্যুর আগে তামিল, মালায়লাম, কন্নড়, পাশাপাশি বহু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৩ সালে তামিলনাড়ুর মীনামপট্টি গ্রামে জন্মগ্ৰহণ করেছিলেন তিনি। তারপর মাত্র ৪ বছর বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও হিন্দি ছবিতে অভিনয় করেই সারা দেশে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। বহু ব্লকবাস্টার হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন : সুযোগ এসেছিল ‘মিস্টার ইন্ডিয়া’ হওয়ার, শ্রীদেবীর সঙ্গে কেন ছবি করলেন না অমিতাভ বচ্চন?
তবে তাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৭ সালে। এবছর মুক্তি পেয়েছিল তার ‘মম’ (Mom) নামক ছবিটি। এই ছবিতে অভিনয় করার জন্য পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাকে শ্রেষ্ট অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছিল এই ছবির জন্য। তবে এই ছবির পর আর বড় পর্দায় দেখা যাইনি তাকে।
আরও পড়ুন : কেন শাহরুখের সঙ্গে কোনদিনও কাজ করেননি শ্রীদেবী? পেছনে ছিল আজব কারণ