শ্রীময়ীর প্রার্থনা ব্যর্থ, দর্শকদের কাঁদিয়ে চলে গেলেন রোহিত সেন, নেটিজেনদের চোখে জল

দর্শকদের জন্য একরাশ মন খারাপ রেখে বিদায় নিচ্ছে শ্রীময়ী (Sreemoyee)। নেটিজেনদের হাজার আবেদন সত্বেও রোহিত সেনের মৃত্যুতেই ধারাবাহিকের ইতি টানছেন লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। অবশেষে সেই দিনটা এসেই গেল। আজ বাংলার ঘরে ঘরে শ্রীময়ীর অনুরাগী, বিরাগী নির্বিশেষে চোখে জল নিয়ে দেখলেন রোহিতের মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকের আশা ছিল, হয়তো বা লেখিকা যেভাবেই হোক ফিরিয়ে আনবেন রোহিতকে। তবে দর্শকের প্রত্যাশায় জল ঢেলে দিলেন লেখিকা।

জুন আন্টিকে হারিয়ে দিয়ে অনিন্দ্যের সংসার থেকে সরে রোহিতের সঙ্গে নতুন সংসার গড়লো শ্রীময়ী। সুখের সংসারে যাবতীয় অসম্পূর্ণ স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল সে। অথচ তার জীবনের সবথেকে বড়ো আপনজন, সবথেকে বড় শুভাকাঙ্খী আর রইলেন না। এদিকে জুন আন্টির মতো নেগেটিভ চরিত্র আজও আগের মতোই জটিল হয়ে থেকে গিয়েছে। এর মাধ্যমে সমাজে কী বার্তা দিতে চাইছেন লেখিকা? প্রশ্ন নেটিজেনদের।

shreemoyee and june aunty

আবার নেটিজেনদের মধ্যে থেকেই কারও কারও মন্তব্য এই প্রশ্নের জবাব দিল। তাদের বক্তব্য,“ আবারও প্রমানিত ভালো মানুষরা বেশিদিন বাঁচে না সেটা রিল হোক বা রিয়াল”। তবে কেউ কেউ সরাসরি ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে প্রশ্নের আঙুল তুললেন। লিখলেন, “জুন আন্টির কোনোই পরিবর্তন হল না এদিকে রোহিত সেন মারা যাচ্ছে। সমাজে একটা খারাপ প্রভাব ফেলছে ম্যাজিক মোমেন্টস। ভালো মানুষ হেরে যায় আর খারাপ মানুষ জিতে যায়। তাই ম্যাজিক মোমেন্টস আর লীনা গাঙ্গুলীকে বর্জন করুন”!

অসুখী দাম্পত্যের অবসান ঘটিয়ে শ্রীময়ীকে নতুন করে রোহিতের সঙ্গে সংসার করতে দেখে শ্রীময়ীকে অনুপ্রেরণা হিসেবে দেখেছিলেন অনেকেই। রোহিত সেনের মৃত্যুর পর তাদের সেই ধারণা বদলে গেল। ‌এমনকি শ্রীময়ীকে নিয়ে ট্রোল করা মিমাররাও রোহিত সেনের শেষ মুহূর্তের সাক্ষী হতে গিয়ে কেঁদেই ফেললেন। মিমাররা লিখলেন, “আমরা যতই শ্রীময়ী সিরিয়াল নিয়ে হাসাহাসি করি .. আজ কিন্তু সত্তি কষ্ট লাগছে”। কেউ লিখলেন, “শেষ টা এমন হবে ভাবতেই পারিনি অনেক বিনোদন পেয়েছি এই সিরিয়াল থেকে কিন্ত শেষ টা সত্যিই অনেক কষ্টের”।

জনৈক শ্রীময়ীর অনুরাগী লেখিকাকে উদ্দেশ্য করে লিখলেন, “এই সিরিয়াল টা আমাদের অনেক এন্টারটেইন করেছে, আমরা প্রতিটা চরিত্র নিয়ে খিল্লি করেছি(ব্যক্তিগত আক্রমণ নয়) তবে এই সিন টা না দেখালেই পারতেন লেখিকা! তবে ভীষণ বাস্তবিক লাগলো আজকের পর্ব। খুব বেশি ভালো জিনিসগুলো আমাদের কাছে চিরদিন থাকেনা যেন শ্রীময়ীকে কারোর আশ্রয় গ্রহণ করতে না হয়, একজন নারী একাকী জীবন যুদ্ধ জেতার ক্ষমতা রাখে। দেখা যাক লেখিকা কিভাবে শেষ করেন”।