শুধু ‘শ্রীময়ী’তেই নয়, বাস্তবেও দুবার বিয়ে করেছেন শ্রীময়ীর অনিন্দ্য

স্টার জলসায় সম্প্রতি নতুন রিয়েলিটি শো শুরু হয়েছে যার নাম ‘ইস্মার্ট জোড়ি’। গত শনিবার অর্থাৎ ২রা এপ্রিল এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি এবং তার স্ত্রী পৃথা। বাংলা টেলিভিশন এবং টলিউডের সেলিব্রেটি জুটিরা এই মঞ্চে এসে সুপারস্টার জিতের কাছে তাদের প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করে নিচ্ছেন। সুদীপ এবং পৃথাও বাদ গেলেন না।

   

বর্তমান সময়কালে বিনোদন দুনিয়ার তারকাদের প্রায় সময় বিচ্ছেদের মুখোমুখি হতে হচ্ছে। সুদীপ মুখার্জিকেও এই পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। পৃথা সুদীপের দ্বিতীয় স্ত্রী। পৃথাকে বিয়ে করার কিছু মজার গল্প এই মঞ্চে এসে জিতের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুদীপ। উল্লেখ্য এই বিয়েটা সুদীপের জন্য দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে।

Sudip Mukherjee and wife Preetha Chakraborty

পর্দাই অনিন্দ্য সেনগুপ্ত যতই অবিবেচক, প্রতারক হোন না কেন, বাস্তবে কিন্তু সুদীপ মুখার্জি নিতান্তই পত্নিনিষ্ঠ ভদ্রলোক। আর হবে নাই বা কেন? সুদীপের স্ত্রী পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty) রূপে-গুণে কোনও অংশেই টলিউড নায়িকাদের থেকে কম যান না যে। পৃথা চক্রবর্তী সরাসরি টলিউডের সঙ্গে জড়িত নন। তার পেশা আলাদা। তবুও স্বামী-স্ত্রীর কেমিস্ট্রি কিন্তু নজরকাড়া।

সুদীপের স্ত্রী পৃথা একজন ওড়িশি নৃত্য শিল্পী। নাচের একটি অনুষ্ঠানেই তারা প্রথম একে অপরকে দেখেন এবং তাদের আলাপ হয়। এরপর কথাবার্তা এগোতে থাকে। দুজনের পরিচয় আরও গাঢ় হয়। একবার একটি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে পৃথা জানিয়েছিলেন সুদীপ এবং তিনি একে অপরকে পছন্দ করলেও প্রেমের প্রস্তাব কিন্তু প্রথম পৃথাকেই দিতে হয়েছিল।

Sudip Mukherjee Wife Pritha Chakraborty Photo Gallery

আজ থেকে প্রায় ৬ বছর আগে পৃথার সঙ্গে সুদীপের বিয়ে হয়। তাদের দুই সন্তানও রয়েছে। ঋদ্ধি এবং বালি, সুদীপ-পৃথার দুই পুত্র সন্তান। এছাড়াও অবশ্য পরিবারের সদস্য বলতে রয়েছে কয়েকটি পোষ্য। স্ত্রী, দুই সন্তান এবং পোষ্যদের নিয়ে বেশ সুখের সংসার পেতেছেন সুদীপ। তাই পর্দায় তাকে যতই চরিত্রহীন, লম্পট স্বামীর ভূমিকায় দেখা যাক না কেন, বাস্তবে কিন্তু তিনি মোটেও তেমনটা নন। আদতে ভীষণ সংসারী একজন মানুষ সুদীপ মুখার্জি।

পৃথা বাবা-মায়ের একমাত্র মেয়ে। বাবা-মা চেয়েছিলেন মেয়ের বিয়ে বেশ ধুমধাম করেই দেবেন তারা। পৃথার মা একা হাতে মেয়ের বিয়ের সব দায়িত্ব সামলেছিলেন। শাশুড়ি মায়ের এই মনের জোর দেখে সুদীপ অবাক হয়ে যান। তবে বিয়ের দিন শ্যালিকাদের কাছে বেশ নাকানি-চোবানি খেতে হয়েছিল বাংলার এই জনপ্রিয় অভিনেতাকে। সেই গল্প তিনি শেয়ার করলেন সকলের সঙ্গে।