মোটা বলে সিনেমায় মেলেনা সুযোগ, টলিউডে ‘বডি শেমিং’ নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) নিয়ে ট্রোলিং, বিতর্ক সোশ্যাল মিডিয়াতে নতুন কিছু নয়। চেহারা নিয়ে উঠতে বসতে তাকে খোঁটা শুনতে হয়েছে তার কাছের মানুষদের থেকেও। ভারী শরীরের জন্য হাতছাড়া হয়েছে একের পর এক কাজের সুযোগ। পরিচালকরা ফোন করে জানিয়েও দিয়েছেন মোটা বলে মিলবে না কাজ! নারী দিবসে মহিলাদের প্রতি হওয়া বডি শেমিং নিয়ে সরব হলেন শ্রীলেখা।

শ্রীলেখাকে তার চেহারা নিয়ে খোঁটা দিয়েছিলেন টলিউডেরই আরেক মহিলা অভিনেত্রী। সেই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। আন্তর্জাতিক নারী দিবসে Etimes পোর্টালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা। শ্রীলেখার কথায়, ‘‘আমাকে এখনও শুনতে হয়, ‘তুমি এত মোটা হয়ে গিয়েছ কেন?’, ‘কীভাবে এত ওজন বাড়ল তোমার’, ‘মোটা হওয়ার পরেও ছোট পোশাকে ছবি তুলতে লজ্জা করে না?’-র মতো প্রশ্ন। আর এই বডি শেমিংয়ে আমি সম্প্রতি সময়ে তিতিবিরক্ত।”

অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, “কীভাবে কেউ কোনও মানুষকে তাঁর চেহারা, তাঁর গায়ের রং বা তাঁর উচ্চতা দিয়ে বিচার করতে পারে? আমার মেয়ের জন্মের পর আমার ওজন বেড়েছে। আর এটা যে কোনও মায়ের জন্য স্বাভাবিক। কিন্তু বলুন তো, কেন মানুষ ইচ্ছে হলেই এই নিয়ে মন্তব্য করবে?’’ টলিউড থেকেও বহুবার তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। তার বিরুদ্ধেও সরব হলেন অভিনেত্রী।

শ্রীলেখা জানালেন, “এরকম অনেকবার হয়েছে পরিচালক আমাকে ফোন করে বলেছে তিনি আমাকে কাজ দিতে পারবেন না কারণ আমার ওজন বেশি। ভাবুন তো? তারপর আমি এটা বুঝতে পারি আমাকে ওজন কমাতে হবে কি হবে না, সেটা আমি ঠিক করব। আমিই ঠিক করব কোন পোশাকে আমাকে ভালো দেখায়, কোন পোশাকে খারাপ।”

তিনি আরও জানালেন, “আমার ঘনিষ্ঠরাও আমাকে পরামর্শ দিয়েছে আমার নিজেকে ঢেকে রাখা উচিত কারণ আমার ফিগার ভালো না। কিন্তু আমি সত্যি এসব নিয়ে ভাবিত নই, পাত্তাও দেই না, কারণ আমি জানি কীভাবে আত্মবিশ্বাসের সাথে শর্ট ড্রেস ক্যারি করতে হয়।’’