ভালবেসে বিয়ের পর আফসোস করছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী, চোখের কোণে জল

বিগত ২০২০ সালটা খারাপ কেটেছিল শ্রাবন্তী (Srabanti Chatterjee) রোশনেরও (Roshan Singh)।বনিবনা হয়নি তাদের। টলি টাউনে ছড়িয়ে যায় তাদের আসন্ন বিচ্ছেদের কথা। তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে শ্রাবন্তীর।দুর্গাপুজোর পর থেকেই এক ছাদের তলায় আর থাকছেন না তারা।

ইনস্টাগ্রামে রীতিমত সোশ্যাল মিডিয়া ওয়ার শুরু হয়েছিল তাদের। সোশ্যাল মিডিয়া থেকে তাদের দুজনের একসাথে যত ছবি ছিল সবই আগেই মুছে ফেলেছেন শ্রাবন্তী এবং রোশন। কিন্তু তাদের মধ্যে ঠিক কি বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ দুজনেই।

   

সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া এখনও জারি রেখেছেন দুজনেই। দিন দুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘চুরাকে দিল মেরা’ গানে রিল ভিডিয়ো পোস্ট করেন নায়িকা।বলেন, ‘নেহি বেবফা ওহ, ইয়ে মুঝকো খবর হ্যায়’।এবার শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করলেন রোশন সিংও। ভিডিওতে নিজেই নিজের স্বীকারোক্তি দিলেন তিনি।

ভিডিওতে রোশন বলেন, তিনি নিজেই ধোঁকা দিয়েছেন নিজেকে। তিনি নিজেকে ভালোবাসতেন না, তিনি নিজেই বরবাদ হয়েছেন আর আজ তিনি একা এখানে বসে আছেন।শুধু তাই নয়, এই ভিডিওতে রোশনের চোখের কোণে জল দেখা গেল।

 

অবশ্য ভিডিওর ক্যাপশনে রোশন স্পষ্ট বলেছেন যে এই ভিডিও শুধুই মজার জন্য। কিন্তু সত্যিই কি তাই? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কমেন্ট বক্স খুললেই।কমেন্টে রোশনের বন্ধুরা লিখেছে যে এই ভিডিওটি শুধু মজার জন্য একদমই তৈরি নয়।শুধু তাই নয়, রোশনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।

আরও পড়ুন : জীবনটা শেষ করে দিল শ্রাবন্তী, চাঞ্চল্যকর পোস্ট করলেন স্বামী রোশন

প্রসঙ্গত, নতুন বছরের আনন্দটা পরিবার ও বন্ধুদের সাথেই ভাগ করে নিয়েছিলেন রোশন। হাসিখুশি মুহূর্তগুলোর ছবি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।পার্টিতে ছিলেন না শ্রাবন্তী। বর্তমানে নিজের জিম এবং শুটিং নিয়েই ব্যস্ত শ্রাবন্তী।শুটিং এর কাজেই সম্প্রতি সিকিম গেছেন তিনি। দুজনে দুজনকে ছাড়াই বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।