
টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) ফের একবার সোশ্যাল মিডিয়ার লাইম লাইট দখল করে নিলেন। কাজের তুলনায় নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেই সব থেকে বেশি চর্চা হয় তাকে নিয়ে। তিনবার বিয়ে, ৩ বারই ভেঙেছে সম্পর্ক। তৃতীয়বার ডিভোর্সের পর নাকি ইতিমধ্যে আরও তিনবার প্রেমেও পড়েছেন শ্রাবন্তী। এমনটাই দাবি নিন্দুকদের।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা এখনও আদালতের বিচারাধীন রয়েছে। তবে রোশনের সঙ্গে বিচ্ছেদের ঠিক পরপরই শ্রাবন্তীর জীবনে আসেন ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। কিছুদিন পর অভিরূপ নাকি তার জীবনে অতীত হয়ে যান। তার বদলে নিজের জিম ট্রেনারের প্রেমে পড়েন শ্রাবন্তী।
তবে এখন শোনা যাচ্ছে সেই জিন ট্রেনারও নাকি শ্রাবন্তীর জীবনে অতীতে পরিণত হয়েছেন। এখন নাকি এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড পরিচালকের সঙ্গে তাকে হামেশাই দেখা যাচ্ছে। এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখনই শ্রাবন্তীর বিয়ে নিয়ে একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।
জিম ট্রেনার নন পরিচালকও বাদ, শ্রাবন্তীর সঙ্গে বিয়ের এই রোমান্টিক ভিডিওতে রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক রবি শ। তাদের দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। সেই সঙ্গে অভিনেত্রীকে প্রবল কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে। কারণ রবি তার থেকে বয়সে অনেকটাই ছোট। ভিডিওতে দুজনের এমন মাখো মাখো রোমান্স দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ।
কেউ মন্তব্য করছেন, “শ্রাবন্তীকে বিয়ের সাজে অনেক দেখেছি, এখন আর দেখতে ভালো লাগে না।” কেউ লিখছেন, “সন্তানসম ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য, বউ হওয়ার শখ গেল না।” আসলে টলিউডের এই অভিনেত্রী মাঝেমধ্যেই ব্রাইডাল ফটোশুট করে থাকেন। মেকআপ আর্টিস্ট রুদ্র সাহা তাকে এমন কনের সাজে সাজিয়ে তুলেছেন।
যদিও এখন শ্রাবন্তীর সঙ্গে পরিচালকের প্রেম কাহিনী নিয়ে তোলপাড় হয়ে রয়েছে টলিউড। ইদানিং বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে কফি শপে একসঙ্গেই নাকি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে দুজনকে। ওই পরিচালক আগামী দিনে প্যান ইন্ডিয়া ছবি বানাতে চলেছেন শ্রাবন্তীকে নিয়ে। ইনিই কি হবেন শ্রাবন্তীর চতুর্থ স্বামী? জল্পনা তুঙ্গে।
View this post on Instagram