অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) ঘুরতে যেতে, প্রকৃতির সঙ্গে সময় কাটাতে বেশ ভালোবাসেন। কখনো মলদ্বীপ, কখনও কাশ্মীর, কাছের আর মনের মানুষদের নিয়ে প্রায়ই এদিক-ওদিক ঘুরতে যাচ্ছেন অভিনেত্রী। ঘুরতে যাওয়ার ফাঁকে বিভিন্ন ছবিও সামাজিক মাধ্যমে আপলোড করছেন অভিনেত্রী। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কার্যত চরম ট্রোলের সম্মুখীন হতে হলো শ্রাবন্তীকে।
বিতর্ক আর শ্রাবন্তী, যেন একই মুদ্রার দুই পিঠ। এর আগেও বহুবার বিভিন্ন কারণে সামাজিক মাধ্যমে কটু কথা শুনতে হয়েছে শ্রাবন্তীকে। কখনও ব্যক্তিগত জীবন নিয়ে, কখনও বা ভারী চেহারা নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। এবারেও নেটিজেনদের সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে শ্রাবন্তীর ভারী চেহারা। ঘুরতে গিয়ে হাতির সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে আপলোড করতেই একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে এলো তার দিকে।
সম্প্রতি শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি হাতির সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। কালো রঙের জিন্স গোলাপি টপ এবং তার উপর ফ্লোরাল প্রিন্টের বোতাম খোলা শার্ট, চোখে রোদ চশমা, এমন সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “পশুদের উপর আরেকটু বেশি মানবিকতা দেখালে মানুষ কিছুই হারাবে না”। শ্রাবন্তীর নিরীহ পশুদের প্রতি সদয় হওয়ার বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে যে ছবি তুলে ধরেছেন, তাকেই কার্যত নিশানা বানিয়ে বসেছেন নেটিজেনরা।
View this post on Instagram
নেটিজেনদের মন্তব্য, ‘দুটো হাতি একই ফ্রেমে’। কেউ লিখলেন, ‘হাতি দুটো খুব সুন্দর’। জনৈক নেটিজেনের প্রশ্ন, ‘আপনাদের মধ্যে হাতি কোনটা?’ আবার কেউ লিখেছেন, ‘হাতির সাইজ আপনার সাইজ একই!’ এখানেই শেষ নয়, শ্রাবন্তীকে কটাক্ষ করে জনৈক নেটিজেন লিখেছেন, ‘দুজনকে খুব ভালো মানিয়েছে, বিয়ে করে নিন!’ এমনই বাঁকা মন্তব্য উড়ে আসছে শ্রাবন্তীকে উদ্দেশ্য করে।
যদিও সে সব নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী। তিনি আপাতত পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কখনও বা সুইমিংপুলে শরীর ডুবিয়ে নিজের ছবি ক্যামেরাবন্দি করছেন। উল্লেখ্য, শ্রাবন্তী চ্যাটার্জী নিজেও একজন পশুপ্রেমী। তার বাড়িতে পোষ্য সারমেয় রয়েছে। মাঝেমধ্যেই তাকে দেখা যায় শ্রাবন্তীর সঙ্গে, শ্রাবন্তীর ইনস্টাগ্রাম প্রোফাইলে।