অসাধারণ সুন্দরী, করেছেন অভিনয়ও, কোথায় হারিয়ে গেলেন শ্রাবন্তীর দিদি?

রূপে-গুণে কোনও অংশে কম নন, করেছেন অভিনয়ও, কোথায় হারিয়ে গেলেন শ্রাবন্তীর দিদি?

Srabanti Chatterjee Sister : টলিউড (Tollywood) -র অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কিন্তু আপনি কি জানেন শ্রাবন্তীর পরিবারের আরো একজন সদস্য রয়েছেন যিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন একসময়? যার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভীষণ গভীর। জীবনের প্রত্যেকটি মুহূর্তে শ্রাবন্তীর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। তিনি আর অন্য কেউ নন শ্রাবন্তী নিজের দিদি স্মিতা চট্টোপাধ্যায় (Smita Chatterjee)।

Srabanti Chatterjee Sister Smita Chatterjee

শ্রাবন্তীর দিদি স্মিতা আপাতত একজন হাউস ওয়াইফ। অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন শুধুমাত্র স্বামী এবং সন্তানকে নিয়েই সুখে সংসার করছেন তিনি। ২০১৬ সালে সহকর্মী সুজয় ঘোষকে বিয়ে করেছিলেন তিনি। সংসার জীবনের ৭ বছর অতিক্রান্ত করার পর গত বছর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।আদরের ভাইপোকে ভালোবাসা জানিয়ে শ্রাবন্তীও ছবি পোস্ট করে লিখেছিলেন, “তোর জন্য আমি খুবই আনন্দিত দিদিভাই। ভালোবাসি।”

Smita Chatterjee

   

কিন্তু অনেকেই জানতেন না, এই শিশুটি শ্রাবন্তীর নিজের দিদির সন্তান। বর্তমানে হাউস ওয়াইফ হলেও বোনের মতই টলিউডের নিজের ভাগ্য নির্ধারণ করতে এসেছিলেন স্মিতা। বোন শ্রাবন্তীর মত খ্যাতি অর্জন না করতে পারলেও ‘ শপথ,’ ‘পরবাস’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন স্মিতা, করেছেন ‘ মৌচাক ‘ নামে একটি ধারাবাহিকে অভিনয়।

স্মিতার পাশাপাশি তাঁর স্বামী সুজয় ঘোষও একজন অভিনেতা। স্মিতা তার স্বামীর সঙ্গে ‘তিন কাহিনী’ নামক একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। তিন কাহিনী ছাড়াও ‘মজনু,’ ‘১০০% লাভ’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সুজয়। সুজয় অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও স্মিতা এখন পুরোপুরি নিজেকে সরিয়ে ফেলেছেন অভিনয় জগৎ থেকে।

Smita Chatterjee

ক্যারিয়ারের দিক থেকে দুই বোনের মধ্যে অনেকটা পার্থক্য থাকলেও ব্যক্তিগত জীবনে কিন্তু একে অপরের ভীষণ কাছের স্মিতা এবং শ্রাবন্তী। জীবনের সমস্ত ওঠাপড়ায় দিদিকে পাশে পেয়েছেন শ্রাবন্তী। গ্ল্যামার দুনিয়ার এত বড় এক তারকার দিদি হয়েও স্মিতার মনে নেই কোন অহংকার। অভিনয় জগত থেকে দূরে থাকলেও স্মিতার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোইং সংখ্যা কিন্তু নেহাত কম নয়।

আরও পড়ুন : শ্রাবন্তী তো কিছুই না, সর্বাধিক বিয়ে করে রেকর্ড করেছেন এই বলিউড অভিনেত্রী

Smita Chatterjee

আরও পড়ুন : বিশ্বসুন্দরী থেকে বিলিয়নিয়ারের বৌমা! মুকেশ আম্বানির ‘বৌমা’ এই বলিউড অভিনেত্রী

গত সেপ্টেম্বর মাসে দিদির জন্মদিন উপলক্ষে শ্রাবন্তী instagram এ দিদির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন,” শুভ জন্মদিন দিদি। তোকে আমি ভীষণ ভালোবাসি।” ঠিক এভাবেই দিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা বারবার সকলের সামনে প্রকাশ করেছেন শ্রাবন্তী।