স্ত্রীকে কাঁচকলা দেখিয়ে প্রেমিকা বৈশাখীকে যে টাকা শোভন লিখে দিলেন শুনলে ভিরমি খাবেন

রাজনীতিতে (Politics) বহুল চর্চিত সেলিব্রিটি জুটি (Couple) হিসেবেই তাদের পরিচয়। তবে অনেকে আবার মজা করে তাদের “রংমিলান্তি জুটি”ও বলে থাকেন। রাজনৈতিক সভা হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠান, তাদের পোশাকের রঙ কখনো একে অপরের থেকে আলাদা হয় না। এহেন জুটি সর্বদাই চর্চায় থাকেন। বিবাহ-বহির্ভূত (Extra Marital Affair) সম্পর্কেও তারা সর্বদাই কাপল গোল (Couple Goal) মেনে চলেন! শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishaki Banerjee) সম্পর্ক এবার এক অন্য মাত্রা পেল।

   

জামাইষষ্ঠীতেই “বিশেষ বান্ধবী”কে বড়োসড়ো উপহার দিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অপরপক্ষে বান্ধবীও ফেসবুকে ঘোষণা করলেন, এবার থেকে আর আলাদা আলাদা নয়, “তাদের” একসঙ্গে যাত্রাপথের শুরু হলো! অবশ্য এই একসঙ্গে পথ চলা শুরু হয়েছে বহুদিন আগেই। স্ত্রী এবং দুই সন্তানকে ছেড়ে, শোভন ২০১৭ সালেই বেহালার বাড়ি ছেড়ে বৈশাখীর সঙ্গে গোলপার্কের ফ্ল্যাটে এসে রয়েছেন। আবার বৈশাখীও স্বামী এবং তার পরিবার ছেড়ে শোভনের সঙ্গে এসে উঠেছেন!

তাহলে এবার ঠিক কোন নতুন পথে হাঁটতে চলেছেন তারা? বুধবার শোভন চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, “আমার স্থাবর অস্থাবর সম্পত্তির সব কিছু লিখে দিয়েছি বৈশাখীকে (Baishaki Banerjee)। আমার অবর্তমানে নয়, এখন থেকেই সবকিছুই বৈশাখীর”। বিপদে-আপদে সবসময় পাশে পেয়েছেন বৈশাখীকে, তাই কৃতজ্ঞতাবশত স্ত্রী এবং সন্তানকে বঞ্চিত করে বান্ধবীর নামেই নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি লিখে দিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)।

Shovon Chatterjee Baisakhi Banerjee

“দুঃসময়ে আমার পাশে ছিল বৈশাখী (Baishaki Banerjee)। আমার সবকিছুই ওঁর। এই সম্পর্ককে মর্যাদা দিতে চাই”, বললেন শোভন। তা ঠিক কত সম্পত্তির মালিক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)? জীবদ্দশায় বান্ধবীকে কত সম্পত্তির মালিক করলেন তিনি? এই প্রশ্নই আপাতত সাধারণের মনে ঘুরপাক খাচ্ছে। ২০১৬ সালে বিধানসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার সময় শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখান থেকে তার সম্পত্তির তুল্য-মূল্য যে খতিয়ান পাওয়া গিয়েছিল তা তুলে ধরা হলো।

কত টাকার মালিক শোভন চট্টোপাধ্যায়?

২০১৪-১৫ অর্থবর্ষের হিসেব অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বার্ষিক আয় ছিল ২৬ লক্ষ ৩৫ হাজার ৪০ টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার, বন্ড, গয়না ইত্যাদি মিলিয়ে সেই সময় তার স্থাবর সম্পদের অর্থমূল্যে ছিল ১ কোটি ৪ লক্ষ ৩০ হাজার ৯৪২ টাকা। বাসযোগ্য জমি, চাষযোগ্য জমি এবং অচাষযোগ্য জমি ও অন্যান্য সম্পত্তি বাবদ সেই সময়ে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার ৬০ টাকা অর্থমূল্যের অস্থাবর সম্পদের মালিক ছিলেন।

Sovan Chatterjee Net Worth

অর্থাৎ ৫ বছর আগের হিসেব অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় ৬ কোটি ৭২ লক্ষ ৫৯ হাজার ৯১২ টাকা অর্থ মূল্যের সম্পদের অধিকারী ছিলেন। তবে বিগত ৫ বছরে তার সম্পদের শ্রী আরও বৃদ্ধি পেয়েছে নাকি কমে এসেছে, তা স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishaki Banerjee) এই বিপুল সম্পদের অধিকারী করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)।

আরও পড়ুন : পরস্ত্রীর প্রেমে পাগল দুই প্রেমিক শোভন ও যশ’এর চোখ ধাঁধাঁনো কিছু মিল

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) এই পদক্ষেপের পরপরই বৈশাখীও ফেসবুকে নিজের নামের পাশে শোভনের নাম তুলে ধরেছেন! ফেসবুকে শোভনের সঙ্গে নিজের ছবি দিয়ে নিজের নতুন পরিচয় হিসেবে বৈশাখী প্রোফাইলের নাম রেখেছেন, “বৈশাখী শোভন ব্যানার্জি” (Baishaki Sovan Banerjee)। এ সম্পর্কে তার বক্তব্য, “আমি থেকে আমরার পথে যাত্রা শুরু হলো”!

আরও পড়ুন : কত টাকার মালিক শোভনের প্রথম পক্ষের স্ত্রী রত্না চ্যাটার্জী, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ

প্রসঙ্গত, শোভন এবং বৈশাখী বর্তমানে গোলপার্কের যে বহুতলে এসে রয়েছেন সেটি আসলে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) দাদা দেবাশিস দাসের (Debashis Das) ফ্ল্যাট। বুধবারেই শোভনের শ্বশুরবাড়ি থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে তার কাছে। সেখানে শোভন এবং বৈশাখীকে অবিলম্বে ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত নোটিশের করা হয়েছে, “ফ্ল্যাট ভাড়া সংক্রান্ত কোনও চুক্তিও নেই। অবিলম্বে সেটি খালি করে দেওয়া হোক”!