বলিউডের নায়িকাদের থেকেও দ্বিগুণ রোজগার এই দক্ষিণী অভিনেত্রীদের

বলিউড মানেই গ্ল্যামারে ভরা একটা দুনিয়া। বলি ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিক শুনলে প্রথমটায় অবাক হন সকলেই। এক একটি ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা, অনুষ্কা, দীপিকারা নিয়ে নেন প্রায় এক কোটি টাকা।

বরাবরই আমরা ভেবে এসেছি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে বলিউড তারকারাই সবথেকে বেশি পারিশ্রমিক পান।কিন্তু আপনি কি জানেন কিছু দক্ষিণী নায়িকাদের পারিশ্রমিক বলিউড তারকাদের হার মানিয়ে দেয়? এক নজরে দেখে নেওয়া যাক তারা কারা।

   

কাজল আগারওয়াল (Kajal Agarwal)

দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডে সিংহমের মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও একের পর এক ছবি করে চলেছেন তিনি। আপনি কি জানেন, এক একটি ছবির জন্য ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি।

তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)

খুব পরিচিত এক মুখ হলেন তামান্না। বলিউডেও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু আপনি কি জানেন, একেকটা ছবির জন্য তার পারিশ্রমিক ৯০ লাখ থেকে ১ কোটি টাকা।

কীর্তি সুরেশ (Keerthy Suresh)

বলিউডে বিশেষভাবে দেখা না গেলেও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত মুখ কীর্তি সুরেশ।।এক একটি ছবিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা নেন তিনি।

প্রিয়ামনি (Priyamani)

দক্ষিণী ছবি পাশাপাশি তেলেগু এবং কন্নড় ভাষাতেও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ বলা চলে তাকে। এক একটি ছবির জন্য ২.৫ থেকে ৫ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি।

অনুষ্কা শেট্টি (Anushka Shetty)

বাহুবলী ছবিতে অভিনয় করে দেশ থেকে বিদেশ সকলের মন জয় করেছিলেন তিনি। দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় তারকা তিনি। অনেক পরিচালক মনে করেন তিনি দক্ষিণী ছবির লাকি চার্ম। আগেই এক একটি ছবিতে অভিনয়ের জন্য ২.৫ কোটি টাকা নিতেন তিনি। কিন্তু বাহুবলী ছবিতে অভিনয় করার পর, বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এরপর থেকেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৫ কোটি করে দেন তিনি।