বাদাম কাকু পৌঁছে গেলেন আফ্রিকায়! ভাইরাল হলো কাঁচা বাদাম আফ্রিকান ভার্সন

চারিদিকে শুধুই ‘বাদাম বাদাম আর কাঁচা বাদাম’ (Kacha Badam)! বীরভূমের সাধারণ এক ফেরিওয়ালার অসাধারণ গান রাতারাতি ভাইরাল করে দিয়েছে তাকে। ‘কাচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিয়ে মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে শুধু বাংলার মধ্যেই নয়, ‘বাদাম কাকু’র ‘কাচা বাদাম’ এর সুখ্যাতি ছড়িয়ে পড়লো সুদূর আফ্রিকাতে (Africa)।

জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট (Devid Scott) ওরফে ‘দ্য কিফনেস’ (The Kiffness) এর কানেও উঠেছে এই গান। মুঠোফোন মারফত ছড়াতে ছড়াতে ‘বাদাম কাকু’ পৌঁছে গিয়েছেন বিদেশেও। বিদেশি সংগীত পরিচালক তার গান শুনে হলেন মুগ্ধ। শুধু তাই নয়, গানের রিমিক্স বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন তিনি। এই রিমিক্স হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়।

ইনস্টাগ্রামে ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স শেয়ার করে ডেভিড লিখেছেন, ভুবন বাদ্যকরের গানকে রিমিক্স করায় আমি খুব গর্বিত। এই কাজটি ব্যক্তিগতভাবে আমার পছন্দের। আমি বাংলার গ্রামের এই বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরকে বিশ্বমঞ্চে দেখতে চাই। ভুবনকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি এই রিমিক্স গানটি রিলিজ করতে চাই। শুধু তাই নয়, এই ভিডিও থেকে যা উপার্জন হবে, তার ভাগও ভুবনকে দিতে চাই আমি।”

উল্লেখ্য, বাদাম বেচে সংসার চালাতেন বাদাম কাকু ভুবন বাদ্যকর। তবে অর্থ কষ্টের মাঝেও তিনি নিজের মাঝের শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন। বাদাম বিক্রি করার ক্ষেত্রে প্রচার হিসেবে নিজেই গান বেঁধে সুর দিয়ে গান গাইতেন তিনি। ‌এভাবে গান গাইতে গাইতেই পড়ে যান সোশ্যাল মিডিয়ার নজরে। তারপর থেকে তার সুখ্যাতি বেড়েই চলেছে। যদিও রাতারাতি বিখ্যাত হয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন তিনি।

বিখ্যাত হয়ে তার বাদাম বিক্রি বন্ধ হতে বসেছে। তাকে দেখলেই ক্রেতারা শুধু তার গান শুনতে চান। এভাবে তার উপার্জন একেবারেই বন্ধ হতে বসেছিল। এদিকে তার গান রেকর্ড করে নিয়ে গিয়ে ইউটিউব মারফত উপার্জন করছিলেন একদল ব্লগার। তবে তিনি তার প্রাপ্য থেকে বঞ্চিতই হচ্ছিলেন। এভাবে ব্লগারদের অত্যাচারে তার শরীর অসুস্থ হয়ে।

 

View this post on Instagram

 

A post shared by The Kiffness (@thekiffness)

তার কথায়, “আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলল কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি”।