বলিউডের কোনও তারকা নন, সৌরভের বায়োপিকে নায়ক হচ্ছেন এই টলিউড অভিনেতা, দারুণ শোরগোল নেটপাড়ায়

সৌরভের বায়োপিকের নায়ক হচ্ছেন টলিউডের এই অভিনেতা, পরিচয় জেনে শোরগোল নেটপাড়ায়

Sourav Ganguly And Yash Dasgupta Meet Toghether For Some Unknown Reason

বাংলা তথা দেশের গর্ব সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিকের খবর জানা গিয়েছিল প্রায় এক বছর আগে। এক বছর আগে থেকে শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নাকি আসতে চলেছেন। এবং এই খবর নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে তারপর থেকে। এই বায়োপিক (Sourav Ganguly’s Biopic) বানানো হবে বলিউডে, হিন্দি ছবিতে যেভাবে এমএস ধোনির বায়োপিক বানানো হয়েছিল ঠিক সেভাবেই।

এই সুখবর জানার পর থেকেই গোটা দেশ জানতে চায় সৌরভের মুখ হয়ে পর্দায় ধরা দিচ্ছেন কোন অভিনেতা? কাকে মানাবে সৌরভের চরিত্রে সেই নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। সৌরভ অবশ্য নিজে জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে তার পছন্দ রণবীর কাপুরকে। তবে শেষমেষ শোনা যায় রণবীর নাকি রাজি হননি।

YASH DASGUPTA

রণবীর ছাড়া অভিষেক বচ্চনের নামও উঠে এসেছিল। এরপর শোনা যায় আয়ুষ্মান খুরানা নাকি অভিনয় করবেন এই চরিত্রে। তবে এবার শোনা যাচ্ছে এক টলিউড অভিনেতা নাকি সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। তিনি আর কেউ নন, টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। সম্প্রতি তাকে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা গিয়েছে।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে সৌরভের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। এদিকে যেহেতু বায়োপিকের কাস্টিং সম্পর্কে চূড়ান্ত কোনও খবর জানা যায়নি তাই তাকে নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। যদিও এই গুঞ্জনের নেপথ্যে অবশ্য গুরুতর কারণ রয়েছে।

YASH SOURAV AND NUSRAT

বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিল্লি ক্যাপিটালসের অনুশীলন চলছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। আবার যশ এবং নুসরাতও সেখানে উপস্থিত ছিলেন। তিনজনের মধ্যে নাকি প্রায় আধঘন্টা বৈঠক হয়েছে। এই বৈঠকে কী নিয়ে আলোচনা চলেছে তা জানা যায়নি। আর সেই কারণেই বাড়ছে জল্পনা।

YASH SOURAV AND NUSRAT

এই অজ্ঞাত বৈঠকের পর থেকেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন উঠছে তাহলে কি যশের ভাগ্যেই শিঁকে ছিড়লো? কারণ শোনা যাচ্ছে যশ নাকি এখন কলকাতা ছেড়ে মুম্বাইতে কেরিয়ার গড়ার দিকে নজর দিয়েছেন। কাজেই জল্পনা একেবারে ভিত্তিহীন নাও হতে পারে।