

ঠিক কতখানি অনুরাগ থাকলে পছন্দের তারকাকে আপনি নিজের মুখে ‘মূত্র বিসর্জন’ করতে দিতে পারেন? এই প্রশ্নের জবাব কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারবেন না। তবে বিশাল এই পৃথিবীতে কত কিছুই না হয়! কিন্তু লাইভ শো’য়ের মাঝে গান গাইতে গাইতে কোনও তারকারা যে অনুরাগীর মুখে প্রস্রাব করে দিতে পারেন, এই ভিডিও না দেখলে কেউ কল্পনাও করতে পারবেন না।
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডাতে। গত ১১ই নভেম্বর ‘ব্রাস এগেনস্ট’ (Brass Against) নামের একটি ব্যান্ডের কনসার্টের আয়োজন করা হয়েছিল ফ্লোরিডাতে। ‘রকভিল্লে’ নামের একটি ফেস্টিভ্যাল পালন করার উদ্দেশ্যে অনুরাগীরাও পৌঁছে যান অনুষ্ঠান মঞ্চে। সবকিছু বেশ ভালই চলছিল। তারকাদের গান শুনে মুগ্ধ হচ্ছিলেন শ্রোতারা। তবে আচমকা তাল কাটল ব্যান্ডের মুখ্য গায়িকা সোফিয়া উরিস্তার (Sophia Urista) এক আজব কান্ডে। গান গাইতে গাইতেই তিনি এক ভক্তের মুখে প্রস্রাব করে দিলেন!
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে সোফিয়াকে দেখা যাচ্ছে তিনি মঞ্চের উপর শুয়ে থাকা এক ভক্তের উপর দাঁড়িয়ে তার মুখের উপর প্রস্রাব করে দেন। সোফিয়ার কান্ড দেখে দর্শকাসনে উপস্থিত সকলেই হতবাক। এমনকি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নেটিজেনরাও ওই গায়িকার কান্ডের তীব্র সমালোচনা শুরু করেছেন।
এদিন মঞ্চে ‘রেজ এগেনস্ট দ্য মেশিন’ ব্যান্ডের গান গাইছিলেন সোফিয়া। গান গাইতে গাইতেই তিনি বলে ওঠেন, “আমার প্রস্রাব পেয়েছে… কিন্তু বাথরুমে যাওয়া তো সম্ভব নয়। আসুন আমরা স্টেজেই একটা স্টান্ট করি…”! এই কথা শুনে অনুরাগীরা ভেবেছিলেন নেহাত কিছু মজা করার উদ্দেশ্যে এমন কথা বলছিলেন সোফিয়া। তাই তার কথা শুনে অনুপ্রাণিত হয়ে একজন ভক্ত গটগট করে উঠে আসেন স্টেজের উপর।
ওই অনুরাগীকে দেখা যায় মঞ্চের উপর উঠেই তিনি স্টেজের উপর শুয়ে পড়েন। সোফিয়া প্যান্টের বোতাম খুলতে থাকেন এবং ভক্তের মুখের উপর দু পা ফাঁক করে দাঁড়িয়ে প্রস্রাব করে দেন। সোফিয়া যে এমনটা করতে পারেন তা ভাবতে পারেননি দর্শকরা। সোফিয়ার ভক্ত আবার এরপর ওই প্রস্রাব জনতার দিকে ছিটিয়ে দেন। ভিডিও দেখে চরম সমালোচনা শুরু করেন নেটিজেনরা।
পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনার পরদিন ক্ষমা প্রার্থনা করে ওই ব্যান্ড। টুইট বার্তায় ব্যান্ডের তরফ থেকে জানানো হয়, সোফিয়া আবেগে ভেসে গিয়ে এমন কাণ্ড করে ফেলেছেন। তার এমন কোনও উদ্দেশ্য ছিল না। সোফিয়ার কান্ডে ব্যান্ডের অন্যান্য সদস্যরাও হতবাক হয়েছেন। ভবিষ্যতে এমন কিছু হবে না বলে তারা আশ্বাস দিয়েছেন।
View this post on Instagram
মঙ্গলবার রাতেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ভক্তদের থেকে ক্ষমা চেয়ে নেন সোফিয়া। তিনি লেখেন, “আমি স্টেজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময়, আমি জানি ওই দিন ওতটা বাড়াবাড়ি করা সঠিক ছিল না। … আমি জানি আপনারা দুঃখ পেয়েছেন, কাউকে আঘাত দেওয়ার কোনও ইচ্ছে আমার ছিল না। আমি কাউকে শক দিতে চাইনি, মিউজিকই আমার পরিচয়, দয়া করে এইভাবেই পাশে থাকবেন”।
ভিডিওটি যত ভাইরাল হচ্ছে সোফিয়াকে নিয়ে সমালোচনা ততোই বাড়ছে। কেউ সরাসরি সোফিয়াকেই এর জন্য দায়ী করছেন। কেউ আবার ওই ভক্তকেও নির্দোষ মানতে চাইছেন না। তাদের বক্তব্য, গায়িকার এমন কাণ্ডে মদত দেওয়া ওই ভক্তেরও উচিত হয়নি।