বিমান জুড়ে লেখা হল নাম, প্রথম ভারতীয় হিসেবে বিরল সম্মান পেলেন সোনু সুদ

কোভিড পরিস্থিতিতে তিনি হয়ে উঠেছিলেন দেশবাসির “মাসীহা’।পুরো দেশে চলতে থাকা লক ডাউনের সময় হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঠিকভাবে বড়ি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।কিন্তু একটা সময় ছিল যখন মুম্বাই আসার জন্য ট্রেনের ভাড়া টুকু জোগাড় করতে রীতিমত কষ্ট করতে হয়েছিল তাকে।আজ সেই সোনু সুদের (Sonu Sud) ছবিই আছে বিমানের গায়ে।

লকডাউনের সময় তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেইজন্য আগেই ‘স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ সহ আরও বেশ কিছু সম্মান পেয়েছেন তিনি।সবথেকে বড় সম্মান হিসেবে পেয়েছেন সমগ্র দেশবাসীর ভালবাসা এবং আশীর্বাদ। এবার তাকে সম্মান জানাতে এক বিমান সংস্থা বিমানের গায়ে তার ছবি লাগিয়ে তাতে লিখেছে ‘রক্ষাকর্তা সোনু সুদকে কুর্নিশ’।

   

সত্যিই তিনি রক্ষাকর্তা। পরিযায়ী শ্রমিক দের বাড়ি পাঠানো, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেল খুলে দেওয়া,বিদেশে আটকে থাকা বেশি পড়ুয়াদের বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা ছাড়াও বহু মানুষের খাবারের যোগান, চিকিৎসার খরচ এমনকি পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা।ভারতবাসীর কাছে যেন দেবতুল্য হয়ে উঠেছিলেন তিনি।

 

সেই ভয়ঙ্কর রাত পেরিয়ে ভোর আসার পরেও তাঁর অবদানকে ভুলে যায়নি দেশবাসী।এই প্লেনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা।পাশাপাশি তার মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা যখন অভিনেতা হওয়ার জন্য পাঞ্জাবের মগা থেকে মুম্বাই এসেছিলেন তিনি।

সেই সময় সংরক্ষিত টিকিট কাটার সামর্থ ছিলনা তার। তখন তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার মা-বাবা। তবে নিয়তির পরিহাস, ছেলের এই সাফল্যের দিনে আজ তারা কেউ নেই। তাদেরকে আজ আবার খুব মনে পড়ছে সোনু সুদের।নেট মাধ্যমে বিমানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘ভালবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। মা ও বাবা, তোমাদের কথা মনে পড়ছে’। দেশবাসীরা উত্তরে জানাচ্ছেন, এই ভালোবাসা তার প্রাপ্য।