টাকার জন্য রিয়েলিটি শোতে মিথ্যা প্রশংসা করতে হয়! মুখ খুললেন সোনু নিগম

একসময় একের পর এক হিন্দি রিয়েলিটি-শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব সামলেছিলেন সোনু নিগম (Sonu Nigam)। তবে এখন আর তাকে সেভাবে বিচারকের আসনে দেখা যায় না। কেন হঠাৎ করে হিন্দি রিয়েলিটি-শোয়ের বিচার ভার ছেড়ে দিলেন ‘সুপার সিঙ্গার সিজন ৩’ (Super Singer Season 3) এর বিচারক? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

   

বর্তমান পরিস্থিতিতে বাংলা এবং হিন্দি টেলিভিশনের রিয়েলিটি শোগুলির চাহিদা খুব বেড়েছে। তবে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন সোনু নিগম‌। তার কথায়, বিশেষ কারণে তাকে রিয়েলিটি শো ছেড়ে দিতে হয়েছে। এর পেছনে নির্মাতাদের সঙ্গে তার মতান্তর ছিল কারণ। সোনুর অভিযোগ, এই সমস্ত রিয়েলিটি শোগুলিতে যে ফরম্যাটে কাজ হয় তার সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তিনি।

এই মুহূর্তে স্টার জলসার ‘সুপার সিঙ্গার সিজন ৩’ এ কুমার শানু এবং কৌশিকী চক্রবর্তীর সঙ্গে বিচারকার্য সামলাচ্ছেন সোনু। ইন্ডিয়ান আইডল’, ‘সারেগামাপা’র হোস্ট টাইমস অফ ইন্ডিয়াতে বলেছেন, ‘আমি বাংলায় সুপার সিঙ্গার সিজন ৩-র অফার পাওয়ার সাথে সাথে হ্যাঁ করে দিয়েছিলাম, বেশ কিছু হিন্দি শো ছেড়ে। কারণ আমাদের এদের উপরে অনেক প্রত্যাশা ছিল। আমি সেই পুরনো কথা বলে বলে, গান খারাপ হলেও প্রশংসা করে করে ক্লান্ত। এখন আর শুধুমাত্র টাকার জন্য কাজ করা পোষায় না। তাই আজকাল হিন্দি রিয়েলিটি শোগুলোকে হ্যাঁ-ও বলি না।’

তিনি আরও বলেছেন, ‘আমাকে হিন্দি মিউজিক রিয়েলিটি শো-র ঠাকুরদা বলা যেতে পারে। ২২ বছর আগে যখন একটা শো হোস্ট করেছিলাম, তখন এই কনসেপ্ট নতুন। তারপরে এত বছরে একাধিক শো-র অংশ হয়েছি। কিন্তু এখন নতুন কোনও অফার এলে না করে দেই।’ উল্লেখ্য, সোনু নিগম প্রথম নন, এর আগে হিন্দি রিয়েলিটি-শোয়ের বিরুদ্ধে নির্মাতাদের জোরাজুরির অভিযোগ অনেকেই তুলেছিলেন।

গতবছর ‘ইন্ডিয়ান আইডল’ এও কিশোর কুমার স্পেশাল একটি পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে কিশোর কুমারের ছেলে অমিত কুমার উপস্থিত ছিলেন। তাকেও প্রতিযোগীদের প্রশংসা করতে শোনা যায়। এই নিয়ে প্রশ্ন উঠলে তিনি সাফ বলে দেন নির্মাতাদের তরফ থেকে তাকে ভাল অঙ্কের অর্থ অফার করা হয়েছিল প্রতিযোগীদের প্রশংসা করার জন্য। গান শুনে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছেও তার হয়েছিল। তবে তিনি টাকার অঙ্কটাকে উপেক্ষা করতে পারেননি।