

স্টার জলসার (Star Jalsha) ‘মোহর’ (Mohor) ধারাবাহিকের জনপ্রিয়তা এখনও দর্শকমহলে অটুট। ধারাবাহিক শেষ হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। তবে শঙ্খ এবং মোহর কখনও দর্শকদের মন থেকে মুছে যাবে না। অনস্ক্রিন এই জুটির কেমিস্ট্রি যতটা জনপ্রিয়, অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে তেমনই গসিপ চলে। তবে স্টার জলসার নতুন দুই ধারাবাহিকে শঙ্খ এবং মোহরকে আলাদাভাবে দেখতে হবে দর্শকদের।
প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহা (Sonamoni Saha), মোহরের পর আবারও ধারাবাহিকে ফিরেছেন দুজনে। তবে এবার আর জুটি হিসেবে নয়, বরং বলা ভালো প্রতিযোগী হিসেবেই টিভির পর্দায় তাদের আবির্ভাব হচ্ছে। স্টার জলসার এই দুই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে
প্রতীকের নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’তে নায়িকা হিসেবে আছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। অন্যদিকে সোনামণিও নতুন নায়ক খুঁজে পেয়েছেন। ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে সপ্তর্ষি মৌলিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। দুজনকে আলাদাভাবে দেখতে হবে ভেবে মন খারাপ দর্শকদের। তবুও তারা যে ধারাবাহিকের ফিরছেন এটাই স্বস্তির বলে মনে করছেন ভক্তরা।
একই চ্যানেলের ধারাবাহিক হলেও টিআরপি তালিকায় জব্বর টক্কর লাগতে চলেছে এই দুই ধারাবাহিকের মধ্যে। টিআরপির দৌড়ে কে কাকে ফেলে আগে এগিয়ে যাবে সেই নিয়ে চলবে রেষারেষি। এবার কি তাহলে শঙ্খ-মোহরের কেমিস্ট্রি ভুলে প্রতিযোগিতার লড়াই বাঁধবে প্রতীক সোনামণির মধ্যে?
এই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান টাইমস বাংলাকে সোনামণি সরাসরি জানিয়েছেন তিনি মনে করেন না প্রতীকের সঙ্গে তার কোনও প্রতিযোগিতা থাকতে পারে। কারণ তাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। তাছাড়া একই চ্যানেলে লড়াইয়ের প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন সোনামণি।
সোনামণি আরও বলেছেন তিনি তার সহ অভিনেতার ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ রোজ দেখেন। প্রতীককে এর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। টিভিতে সময় না হলেও মোবাইল অ্যাপে তিনি ঠিক দেখে নেন এপিসোডগুলো। জুটি হিসেবে প্রতীক ও দেবচন্দ্রিমাকে তার ভীষণ ভালো লেগেছে।