গাঁটছড়াতে বদলে যাচ্ছে নায়িকা, শোলাঙ্কির বদলে আসছে কোন নতুন মুখ? ফাঁস হল বড় খবর

স্টার জলসার (Star Jalsha) একসময়ের টিআরপি টপার সিরিয়াল ছিল গাঁটছড়া (Gantchhora)। এই সিরিয়ালটি তৎকালীন সময়ের টিআরপি টপার মিঠাইকেও টেক্কা দিয়েছিল। গৌরব চ্যাটার্জী এবং শোলাঙ্কি রায়ের (Solanki Roy) জুটির উপর ভর দিয়ে হু হু করে বেড়েছিল টিআরপি। বহু দর্শক কেবলমাত্র তাদের জুটির রসায়ন দেখার জন্যই টিভির সামনে এসে বসতেন। কিন্তু সেই দর্শকদের হারিয়ে ফেলেছে গাঁটছড়া।

   

বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপির অভাবে ধুঁকছে গাঁটছড়া। যেখানে গাঁটছড়ার মত অন্যান্য সিরিয়ালগুলো টিআরপির অভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে স্টার জলসা সম্ভবত দর্শকদের কথা ভেবেই খড়িদ্ধি জুটিকে টিকিয়ে রেখেছে। এখনও অনুরাগীদের ভালবাসা পাচ্ছে এই জুটি। কিন্তু টিআরপি ছাড়া তো আর সিরিয়াল বহুদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় না।

SOLANKI ROY

এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে যেমন ঢুকতেই পারল না গাঁটছড়া। কিন্তু তবুও এখনও সিরিয়াল বন্ধের ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল এমনটাই জানা যাচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে আর মাস খানেকের মধ্যেই হয়ত সিরিয়াল থেকে বিদায় নিতে পারেন শোলাঙ্কি। এমনটাই শোনা যাচ্ছে এখন।

আসলে চ্যানেলের সঙ্গে ৩১শে মে পর্যন্ত শোলাঙ্কির চুক্তি রয়েছে। ওই দিনের পর থেকে তার সঙ্গে চ্যানেলের চুক্তি খারিজ হয়ে যাবে। যেকোনও সিরিয়াল শুরু হওয়ার আগে চ্যানেলের সঙ্গে নায়ক-নায়িকাদের চুক্তি হয়। চ্যানেলের সঙ্গে অভিনেত্রীর যে চুক্তি হয়েছিল তার মেয়াদ ফুরিয়ে আসছে। অর্থাৎ ওই দিন পর্যন্তই গাঁটছড়ার শুটিং করবেন শোলাঙ্কি।

SOLANKI ROY

মে মাসের পর শোলাঙ্কি আর সিরিয়ালে অভিনয় করবেন না বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে তিনি নাকি তার চুক্তিপত্র আর রিনিউ করাবেন না। এই খবর জানাজানি হতেই মন খারাপ তার ভক্তদের। কারণ শোনা যাচ্ছে এবার নাকি সিরিয়াল থেকে বিদায় নিয়ে নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন অভিনেত্রী। আর সেই জন্যই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন।

GANTCHCHORA

এদিকে আবার গাঁটছড়ার টিআরপি রেটিং ক্রমশ কমছে। সেই কারণেই কি এই সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেত্রী? কারণ আপাতত সিরিয়াল বন্ধের কোনও খবর নেই। সেই জায়গায় প্রচার হচ্ছে শোলাঙ্কির সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর। তাহলে কি শোলাঙ্কি ছেড়ে যাওয়ার পর সিরিয়ালে নায়িকার চরিত্রে অন্য কোনও মুখ আনা হবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।