বাস্তবে এক বিখ্যাত অভিনেত্রীর মেয়ে, রইলো ‘পুটু পিসি’র আসল পরিচয়

স্টার জলসার (Star Jalsha) যৌথ পরিবার ভিত্তিক “খড়কুটো” (Khorkuto) ধারাবাহিকের সকল চরিত্রই কমবেশি দর্শককে আকর্ষণ করে। তবে এই ধারাবাহিকের “পুটু পিসি” (Putu pisi) চরিত্রটির আলাদাই এক ফ্যানবেস রয়েছে। এই চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি টেলিমিডিয়াম তেমন পরিচিত না হলেও টলিউড (Tollywood) এবং থিয়েটার মঞ্চের অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। “পুটু পিসি”র চরিত্রে তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়।

ধারাবাহিকে “পুটু পিসি” হয়ে তিনি তার ভাইপো-ভাইঝিদের সর্বদা মাতৃস্নেহে আগলে রাখেন। “সৌজন্য”, “ঋজু”, “চিনি”, “মিষ্টি”, “রুপাঞ্জন”, “সাজি”, “গুনগুন”দের মায়ের মতোই স্নেহ-ভালবাসায় যিনি ভরিয়ে রেখেছেন, গতকাল তিনি মাতৃহারা হয়েছেন! তার মা অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোহিনী যে স্বাতীলেখা সেনগুপ্তেরই (Swatilekha Sengupta) মেয়ে, সেকথা আগে আপনার জানা ছিল কি?

সোহিনী সেনগুপ্তের (Sohini Sengupta) মা এবং বাবা, দুজনেই অভিনয় জগতের উজ্জ্বল তারকা। তার বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta) এবং মা স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) দুজনেই নামকরা থিয়েটার আর্টিস্ট। সোহিনীর বাবা-মা দুজনেই কলকাতার বিখ্যাত নাট্য সংস্থা “নান্দীকার” (Nandikar) এর নাট্যকর্মী হিসেবে খ্যাতি লাভ করেছেন। তাদের মেয়ে সোহিনীও কিন্তু কিছু কম যান না। “খড়কুটো” (Khorkuto) ছাড়া অন্য কোনও মেগা সিরিয়ালে তিনি অভিনয় করেননি ঠিকই, তবে থিয়েটার এবং সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার।

Sohini Sengupta Swatilekha Sengupta

এহেন অভিনেত্রী পড়াশোনাতেও ভীষণ মেধাবী ছাত্রী ছিলেন। ইংরেজিতে স্নাতকোত্তর পাশ‌ করে বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের শিক্ষিকা হিসেবে যোগদান করেন সোহিনী। বিখ্যাত নৃত্যশিল্পী থাঙ্কামুনি কুট্টির কাছে তিনি ভারতনাট্যমও শিখেছেন। “নান্দীকার” নাট্য সংস্থার সঙ্গে তার পথচলা শুরু হয় ১৯৯৬ সালে। থিয়েটারের মঞ্চে তিনি মা স্বাতীলেখা সেনগুপ্ত, দেবশংকর হালদার, গৌতম হালদারের মতো বলিষ্ঠ অভিনেতাদের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

অভিনয় সূত্রেই তার আলাপ হয়েছিল গৌতম হালদারের (Goutam Halder) সঙ্গে। এরপর তার সঙ্গেই তিনি গাঁটছড়া বাঁধেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। গৌতমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি তার জীবনে আসেন নাট্যকর্মী সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulick)। “নান্দীকার” থিয়েটারে অভিনয় করার সূত্রেই তাদের আলাপ হয়।

আলাপের পর্ব কিছুদিন চলার পরেই নিজের থেকে অন্তত ১৪ বছরের ছোট সপ্তর্ষি মৌলিককে বিয়ে করেন সোহিনী। প্রসঙ্গত, সপ্তর্ষি বর্তমানে স্টারেরই আরেকটি জনপ্রিয় ধারাবাহিক “শ্রীময়ী”তে “ডিংকা”র ভূমিকায় অভিনয় করছেন। বাস্তব জীবনে “ডিংকা”র সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন আমাদের “পুটু পিসি”।

থিয়েটারে অভিনয় করার পাশাপাশি সোহিনী ছোটপর্দায় প্রথম স্টার জলসার “ঠাকুরমার ঝুলি”তে “ঠাকুমা”র চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এই অভিনেত্রী বড় পর্দায় অপর্ণা সেন পরিচালিত ছবি “পারমিতার একদিন” এ অভিনয় করেন। সেই সুবাদে তিনি সেরা সহ-অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও নন্দিতা-শিবপ্রসাদ জুটির পরিচালনায় “ইচ্ছে” এবং “অলীক সুখ” ছবিতে অভিনয় করেছেন সোহিনী। থিয়েটারের প্রতি তার ভালোবাসা তাকে এনে দিয়েছে “ওস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার”।