বিয়ের সময় কেনাকাটার প্রস্তুতিতে কত কিই না কেনা হয়। জুতো, ধুতি, শেরওয়ানি, থেকে অনেক কিছু। সেই তালিকা থেকে বাদ যায় না বরের টোপর আর বউয়ের মুকুট। সোলার হলেও এই দুটি ছাড়া বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ। তবে কেন বরের সাদা টোপর ব্যবহার করা হয় এই প্রশ্ন মনে জাগতেই পারে। তবে বরের সাদা টোপরের এক অন্তর্নিহিত ও তাতপর্যপূর্ণ অর্থ রয়েছে।
রাজাকে মুকুট পরিয়ে অভিষেকের মাধ্যমে গোটা রাজ্যের দায় ভার ন্যস্ত করা হয় যেমন ঠিক তেমন মুকুটও অধিকতর দায়িত্বকে নির্দেশ করে। নতুন টোপর পরিয়ে স্ত্রী ও সংসারের দায়িত্ব দেওয়া হয়। এই টোপর শুধু তাই বিয়ের সময়ই ছেলেরা পড়ে থাকেন।
আরও পড়ুন : হিন্দু বিয়েতে বিয়ের অনুষ্ঠানে পাত্রের মা থাকতে পারেন না কেন ?
টোপরের রং সাদা হওয়ারও একটি কারণ রয়েছে। সাদা রং শান্তি, শুভ্রতা, পবিত্রতা, সাহসের প্রতীক। নতুন সংসার করতে গিয়ে যাতে কোনও বাধা না আসে এবং দম্পতি যাতে সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে তার জন্যই সাদা টোপর ব্যবহার করা হয়। পাশাপাশি তাদের জীবন যেন মসৃণ, সুন্দর ও মধুময় হয়ে ওঠে সে জন্যও সাদা টোপরের ওপর গুরুত্ব দেয়া হয়। রাজা-মহারাজাদের মুকুটের যুগ আর নেই৷ কিন্তু এই বিশেষ দিনে টোপর পরতে হলে তা হালকা হওয়াই বাঞ্ছনীয়৷
আরও পড়ুন : হিজড়েরাও বিয়ে করেন! কিন্তু তাদের বিয়ের পদ্ধতি জানলে চমকে যাবেন
বর্তমানে রাজাদের মুকুটের বিষয়টি আর না থাকলেও বিয়ের সময় টোপর মাস্ট। সোলার এই টোপরের আভিজাত্য আজও বর্তমান। যতই দামি বিয়ে হোক না কেন বিয়ের সময় একবার টোপর মাথায় দিতেই হয়। এটি কোনও কুসংস্কার নয়। হিন্দু-বাঙালী রীতি। বিয়ের পর সংসারে যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়।