অভিনেত্রীকে শারীরিক হেনস্থা স্বামীর, প্রকাশ্যে ভিডিও আনলেন শ্বেতা

স্বামী-স্ত্রীর অন্তর্কলহ সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। মা-বাবার অশান্তির জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। অনেক সময় তারা মুখে কিছুই প্রকাশ করতে পারে না, তবে ভিতর ভিতর ভেঙে পড়ে। সেলিব্রিটি দুনিয়ায় বিবাহ বিচ্ছেদ নতুন কোনও কথা নয়। সম্পর্কের ভাঙ্গা-গড়ার খেলা চলতেই থাকে রুপোলী জগতে। বলিউডের সেলিব্রিটিদের মধ্যে অনেকেই বিবাহ-বিচ্ছিন্ন অথবা বিচ্ছিন্না। সিঙ্গেল মাদার অথবা সিঙ্গেল ফাদার হিসেবে তারা তাদের সন্তানের দায়িত্ব পালন করে থাকেন।

যেমনটা করছেন বলিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। “কসৌটি জিন্দেগি কি” খ্যাত অভিনেত্রী বেশ কিছুদিন আগেই তার স্বামী অভিনব কোহলির থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এই মুহূর্তে শ্বেতা তার দুই সন্তানকে নিয়ে আলাদা থাকেন। তবে নেট মাধ্যমে দুই প্রাক্তন দম্পতির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত রয়েছে। অভিনব বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শ্বেতার বিরুদ্ধে নেটদুনিয়ায় কুকথা রটিয়ে বেড়াচ্ছেন। তার পাল্টা দিতে কার্পণ্য করছেন না অভিনেত্রী।

সম্প্রতি অভিনব শ্বেতার বিরুদ্ধে এক নতুন অভিযোগ দায়ের করেছেন নেট দুনিয়ায়। তিনি নেট মাধ্যমে লিখেছেন, শ্বেতা নাকি তার ৫ বছরের ছেলে রেয়াংশকে মুম্বাইয়ের একটি হোটেলে একা রেখে এক রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করতে গিয়েছেন! অভিনবের এই দাবি সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন শ্বেতা। তিনি জানিয়েছেন রেয়াংশ এখন তার দাদু দিদার সঙ্গেই রয়েছে। ছেলেকে মা বাবার দায়িত্ব রেখেই দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গিয়েছেন অভিনেত্রী।

   

প্রসঙ্গত অভিনব কোহলির বিরুদ্ধে শ্বেতা শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ স্বরূপ এবার নেট মাধ্যমে দুটি ভিডিও আপলোড করলেন অভিনেত্রী। প্রথম ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন পুরুষ প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে হেনস্থা করছেন। ওই মহিলার কোলে রয়েছে একটি শিশু। শিশুটিকে কেড়ে নেওয়ার জন্য মহিলার সঙ্গে জোরজবরদস্তি করতে থাকেন ওই ব্যক্তি।

এখানেই শেষ নয়, ভিডিওটির শেষ ভাগে দেখা যায় হাতাহাতি করতে করতে শেষমেষ মহিলাকে মাটিতে ফেলে দিয়ে শিশুটিকে নিয়ে চলে যায় ওই ব্যক্তি। ওই মহিলা এবং ওই ব্যক্তির মুখ অবশ্য ভিডিওটিতে স্পষ্ট নয়। তবে শ্বেতার দাবি, ভিডিওটির ওই পুরুষ হলেন তার প্রাক্তন স্বামী অভিনব কোহলি এবং মহিলাটি তিনি নিজেই।

আরও একটি ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেছেন শ্বেতা। সেখানে দেখা যাচ্ছে মা-বাবার ঝগড়া-অশান্তির সময় রেয়াংশ ভয় পেয়ে বিছানার কম্বলের তলায় লুকিয়ে পড়েছে! ঘরের বাইরে হাত নেড়ে নেড়ে ঝগড়া চালিয়ে যাচ্ছেন শ্বেতা এবং অভিনব। শ্বেতার কন্যা পলক তখন ঘরের মধ্যে ভাইকে সামলাতে ব্যস্ত। সে ভাইকে বলছেন, ‘‘ভয় পাওয়ার কিছু নেই সোনা। দিদি আছে তো তোমার সঙ্গে।’’

এই দুটি ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে শ্বেতা ক্যাপশনে লিখেছেন, ‘এই হল প্রমাণ। আবাসনের এই ঘটনার পরে আমার ছেলের মানসিক স্থিতি নষ্ট হয়ে গিয়েছিল। এক মাস ঘুমাতে পারেনি সে’!

শ্বেতা আরও জানিয়েছেন, অভিনবের কাছে শুধু তিনি একাই যে শারীরিক নিগ্রহ শিকার হয়েছেন, এমনটা নয়। ৫ বছরের ছোট্ট ছেলেটিও বাবার রোষানল থেকে রেহাই পায়নি। তারা একত্রে থাকাকালীন ছেলেকেও বহুবার শারীরিকভাবে নিগ্রহ করেছেন অভিনব! প্রাক্তন স্বামীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্বেতা।