হয়ে গেল শ্রেয়ার ছেলের নামকরণ, প্রকাশ্যে আনলেন ছেলের প্রথম ছবি, রইলো নামের অর্থ

করোনাকালে চারিদিকে শুধুই যখন একের পর এক দুঃসংবাদ পাওয়া যাচ্ছে, তখন কার্যত কিছুটা হলেও স্বস্তি যোগাচ্ছে সিনেমা জগৎ। টলিউড এবং বলিউড মিলিয়ে খুশির খবরের বন্যা বয়ে যাচ্ছে। এই লকডাউন পর্বে কখনও টলিউডে, কখনও আবার বলিউড থেকে শোনা গিয়েছে সানাইয়ের সুর। কখনও আবার সেলিব্রিটি জুটিরা তাদের ঘরে নতুন সদস্যের আগমনের সুখবর শুনিয়েছেন।

   

গত বছরই টলিউড পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ঘর আলো করে এসেছে ইউভান। এদিকে আবার রাজা-মধুবনি যদিও সম্প্রতি কন্যা সন্তানের জনক-জননী হয়েছেন। ওদিকে বলিউডের অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি থেকে আরম্ভ করে সেইফ-করিনা জুটির সুখী গৃহকোণেও নতুন সদস্যের আগমনের সুখবর পাওয়া গিয়েছে। সম্প্রতি সেই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন শ্রেয়া ঘোষাল এবং তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়।

কিছুদিন আগেই শ্রেয়া এবং শিলাদিত্যের ঘর আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। পুত্র সন্তানের জনক-জননী হয়েছেন শ্রেয়া-দিত্য। সন্তানের আগমনে স্বভাবতই বেশ খুশি এই সেলিব্রিটি জুটি। নবজাতকের আগমনের খবর পেয়ে শ্রেয়ার অনুরাগীরাও ভীষণ খুশি। সকলেই শ্রেয়া-দিত্যের প্রথম সন্তানকে দেখার জন্য উৎসুক ছিলেন। জন্মের ঠিক ১৩ দিনের মাথাতেই অনুরাগীদের সেই ইচ্ছে পূরণ করলেন শ্রেয়া এবং শিলাদিত্য।

সোশ্যাল মিডিয়া মারফত সন্তানকে প্রথমবারের মতো নেটিজেনদের সামনে নিয়ে এলেন শ্রেয়া এবং শিলাদিত্য। একই সঙ্গে সন্তানের নামও নেটিজেনদের জানিয়ে দিলেন শ্রেয়া। শ্রেয়া এবং শিলাদিত্যের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে দেবয়ান মুখোপাধ্যায় (Devyaan Mukhopadhyaya)। দেবয়ান কথাটির আক্ষরিক অর্থ হলো “দেবতার রথ”। দেবয়ানের সঙ্গে প্রথমবার পরিচয় করতে পেরে নেটিজেনরা উচ্ছ্বসিত।

শ্রেয়া এবং শিলাদিত্য এদিন নবজাতককে কোলে করে একটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের একটি পোশাক পরে রয়েছেন শ্রেয়া। পাশে সাদা রঙের পোশাক পড়ে স্ত্রী এবং সদ্যোজাত সন্তানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শিলাদিত্য। আলতো হাতে সন্তানকে ধরে রয়েছেন শ্রেয়া। সন্তানের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন দুজনেই। দেবয়ানের মুখ অবশ্য ছবিতে দেখা যাচ্ছে না।

Shreya Ghoshal Son Devyaan Mukhopadhyaya

এই ছবির ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, “দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করে নিন। ২২শে মে তার জন্ম। জন্মের সঙ্গে সঙ্গেই আমাদের জীবনও বদলে দিয়েছে সে। তার জন্মের পর তাকে এক নজর দেখেই আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে। এই ভালোবাসা কেবল একজন মা এবং বাবাই অনুভব করতে পারেন। এই ভালোবাসা একেবারেই পবিত্র, সব সীমার ঊর্ধ্বে এবং অপ্রতিরোধ্য।” ছবির নিচের কমেন্ট বক্স দেবয়ানের প্রতি নেটিজেনদের ভালোবাসা এবং শুভকামনায় ভরে উঠছে। সকলেই নবজাতকের সুস্থতা কামনা করছেন এবং শ্রেয়াদিত্যের সুখী গৃহকোণ আরও সুখের হয়ে উঠুক, এই কামনা করছেন।