বিয়ের আগেই মা হতে চলেছেন দ্যুতি! ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) বেঙ্গল টপার ‘গাঁটছড়া’য় (Gantchhora) এই মুহূর্তে একের পর এক জমজমাট টুইস্ট অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে ঋদ্ধিমান এবং খড়ির বিয়ের পর গল্পের প্লট এগিয়ে চলছে রাহুল এবং দ্যুতিকে কেন্দ্র করে। রাহুলের প্রতারণায় দ্যুতির জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্তঃসত্ত্বা দ্যুতি আত্মহত্যাও করতে গিয়েছিল। এদিকে খড়ি তার দিদিকে তার প্রাপ্য সম্মান পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।

ধারাবাহিকে একদিকে টানটান উত্তেজনা বিরাজ করছে। দর্শকদের মধ্যেও এখন কৌতুহল চরমে। খড়ি কিভাবে রাহুলের সত্যিটা সবার সামনে প্রমাণ করে দেয় তা জানার জন্য উৎসাহী দর্শকরা। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল একটি ছবি। সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি বলিউড সিনেমার ‘বাধাই হো’র পোস্টারের আদলে বানিয়ে শেয়ার করা হয়েছে। এই ছবিতে সিংহ রায় পরিবারের তিন ছেলে এবং ভট্টাচার্য্য পরিবারের তিন মেয়েকেই দেখা যাচ্ছে।

   

আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’ ছবিতে বেশি বয়সে মা হওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। নীনা গুপ্তা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। প্রৌঢ় বয়সে মা হয়েছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবির পোস্টার ব্যবহার করে এডিট করে ভাইরাল মিম বানিয়ে ফেলেছেন মিমাররা! ছবিতে নীনা গুপ্তার জায়গায় দ্যুতির মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা দ্যুতিকে এভাবেই উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও আয়ুষ্মানের জায়গায় রাহুল, তার প্রেমিকার জায়গায় খড়ি, বাবার জায়গায় ঋদ্ধিমান, ঠাকুমার জায়গায় বনি এবং ভাইয়ের জায়গায় কুনালের ছবি এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে এই ছবিটি। ছবি দেখে হেসে কুটোপাটি হচ্ছে নেটিজেনরাও। ‘বাধাই হো’ সিনেমার সঙ্গে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের এই তুলনা বেশ উপভোগ করছেন দর্শকরা।

রাহুলের অপকর্মের কথা জানতে পেরেও খড়ি তার বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি। যে কারণে শর্ত অনুযায়ী সে সিংহরায় বাড়ি ছেড়ে চলেও এসেছে। নিজের বাড়িতে এসে সে জানতে পারে দ্যুতি অন্তঃসত্ত্বা। ভট্টাচার্য্য বাড়িতে যেন আকাশ ভেঙে পড়েছে এই খবরে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিমান খড়ির কথায় বিশ্বাস করে রাহুলকে দ্যুতিকে স্ত্রীর মর্যাদা দেওয়ার নির্দেশ দিচ্ছে। অথবা তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হবে। কাজেই এই সপ্তাহে দর্শকদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও এক বড় টুইস্ট।