যীশু সেনগুপ্তের যমজ সন্তানের দ্বায়িত্ব নিতে চলেছেন শোলাঙ্কি রায়

৯ মাস ১০ দিন গর্ভে থাকার ফলে মা এর সঙ্গে তার সন্তানদের একটা গভীর ভালোবাসার বন্ডিং তৈরি হয় ঠিকই। কিন্তু বাবার ও তার সন্তান দের  প্রতি তেমনই একটা টান তৈরি হয়। বাবা ও সন্তান দের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য কোনো ত্রুটি রাখেনা। বর্তমানে অনেকেই  সিঙ্গেল ফাদার  হয়ে সন্তান দের মানুষ করছে।

এই যেমন করন জোহর ২০১৭ সালে যমজ সন্তানের সিঙ্গেল ফাদার হওয়ার বলিউড এ সবাইকে চমকে দিয়েছেন। তেমনি তুষার কাপুর আই ভি এফ এর মাধ্যমে  সন্তান এর জন্য দেন। যীশু সেনগুপ্ত টলিউড এর সবাই কে প্রমাণ  করতে  চায় সিঙ্গেল ফাদার এর জন্য তিনি আদর্শ।

‘প্রথমা কাদম্বিনী’র ‘বিনি’ মোটেই শিশু ভালবাসেন না! শিশুদের কান্না শুনলেই নাকি বড্ড মাথা ধরে তাঁর! এ দিকে যিশু সেনগুপ্ত সারোগেসির মাধ্যমে ২ যমজ সন্তানের বাবা। ভাবছেন, ২ মেয়ের পরে আবার কবে বাবা হলেন অভিনেতা? তাঁর সঙ্গে সোলাঙ্কির সম্পর্কই বা কী?

   

শোলাঙ্কি রায় টিভি দুনিয়ায় জনপ্রিয় মুখ।“ইচ্ছেনদী” সিরিয়ালের অনেক দিন পর শোলাঙ্কি “মন্টু পাইলট ”এর মধ্য দিয়ে  কামব্যাক করে। তার পর শোলাঙ্কি “প্রথমা কাদম্বিনী ” তে দুর্দান্ত অভিনয় করে দর্শক দের মন জয় করেছে। এখন সিঙ্গেল ফাদার এর  গল্প নিয়ে যীশু সেনগুপ্তের বিপরীতে শোলাঙ্কি অভিনয় করছেন।

এই প্রথমবার উইন্ডোজ প্রডাকশন সিঙ্গেল ফাদার এর গল্প নিয়ে আসছে “বাবা বেবি ও”।নায়ক যেখানে যীশু সেনগুপ্ত নায়িকা সোলাঙ্কি  রায়।এই প্রথমবার বড়পর্দায় নামছে শোলাঙ্কি রায়। এই সিনেমার গল্পের প্লট কিছুটা এরকম, একজন অবিবাহিত পুরুষ চাইলেই  স্যারোগেসির মাধ্যমে পিতৃত্ব উপভোগ করতে পারবে।

গল্প অনুযায়ী শোলাঙ্কি  বাচ্চা একদম পছন্দ করে না কিন্তু যীশু সেনগুপ্তের যমজ সন্তানদের মানুষ করতে তাকেই রাখা হয়। এবং বাচ্চাদের মানুষ করতে করতে শোলাঙ্কি বাচ্চাদের ভালোবাসতে শুরু করে। সিনেমার চিত্রনাট্যকার জিনিয়া সেন,সুরকার চমক হাসান ও পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ২১  মার্চ থেকে এই সিনেমার শুটিং শুরু হয়েছে।