পর্ণকান্ডের পর মুখ দেখাতে লজ্জা পাচ্ছে শিল্পা শেঠির স্বামী, নিলেন চরম সিদ্ধান্ত

পর্ন (Pornography) ছবি তৈরি করে এবং তা সোশ্যাল মিডিয়ায় মারফত ছড়িয়ে দিতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্রিটিশ-ভারতীয় শিল্পপতি রাজ কুন্দ্রা (Raj Kundra)। টানা দুই মাস জেলের মধ্যে থাকতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ হেনেছেন বলিউডের উঠতি মডেল-অভিনেত্রীরা। বিতর্ক এখনও থামেনি।

গত জুলাই মাসে ভারতে নিষিদ্ধ পর্ন ছবি তৈরি করা এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। টানা দুই মাস জেলে কাটানোর পর অবশেষে সদ‌্য জামিন পেয়েছেন তিনি। তবে বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির পরিবারকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে। বিশেষত সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কটাক্ষ করা হয়েছে তাদের নিয়ে।

উল্লেখ্য গত ২১শে সেপ্টেম্বর জামিনে জেল থেকে মুক্তি পাওয়ার সময় রাজের কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যায় মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। তার শরীর ভেঙে গিয়েছে। ওজন কমে গিয়েছে। চোখ-মুখও ছিল শুকনো। তারপর থেকে আর জনসমক্ষে আসেননি তিনি।

   

যদিও রাজ-পত্নী শিল্পা অবশ্য সোশ্যাল মিডিয়াতে এখনও বেশ অ্যাকটিভ। সদ্য করবা চৌথ উপলক্ষে নিজের ছবি শেয়ার করেছিলেন শিল্পা। যদিও সেই ছবিতে রাজের দেখা মেলেনি। উৎসব পালন করতে সপরিবারে আলিবাগের ফার্ম হাউসে গিয়েছিলেন শিল্পা। সেখানেই তিনি স্বামীর উদ্দেশ্যে করবা চৌথ পালন করেন।

এতকিছুর পরেও শিল্পাকে স্বামীর মঙ্গল কামনা করতে দেখে নেটিজেনদের একাংশ শিল্পার প্রশংসা করেছেন। তবে অপর দল তাকে কটাক্ষ করতে ছাড়েননি। উল্লেখ্য, পর্ন কান্ডে জড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত রাজ এবং শিল্পা একসঙ্গেই রিল ভিডিও দিতেন ইনস্টাগ্রামে। তবে পর্ন বিতর্কের পর আজ পর্যন্ত তাদের সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে দেখা যায়নি।

 

এবার শেষমেষ সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেললেন রাজ। সোশ্যাল মিডিয়াতে এখনও রাজের সমালোচনায় মুখর নেটিজেনরা। বারবার অপমানিত হতে হতে রাজ কুন্দ্রা তার সামাজিক অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেললেন সোশ্যাল মিডিয়া থেকে।