‘স্বামী না থাকলে স্ত্রীদের লড়াই অনেক বেড়ে যায়’, কান্নায় ভেঙে পড়লেন শিল্পা

পর্ন কান্ডে জড়িয়েছে স্বামীর নাম। বিগত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ভয়ঙ্কর এক পারিবারিক বিশৃংখলার মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেপ্তারির পর থেকেই তার এবং তার পরিবারের সদস্যদের মান-সম্মান নিয়ে রীতিমতো টানাটানি চলছে। প্রতিনিয়ত নেট মাধ্যমে এবং সংবাদমাধ্যমের কটাক্ষ, অপমান হজম করতে হচ্ছে তাদের। তবে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন শিল্পা শেট্টি। নাচের রিয়েলিটি শো ‘সুপার ডান্সার সিজন ৪’ (Super Dancer Season 4) এর মঞ্চ তাকে সেই সুযোগ করে দিয়েছে।

সম্প্রতি সুপার ডান্সার ৪ এর মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে শিল্পার। মঞ্চের অন্যান্য বিচারক এবং প্রতিযোগীরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন রাজপত্নী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার সেই সুপার ডান্সার এর মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন শিল্পা শেট্টি। স্বামীর অনুপস্থিতিতে সমাজে মহিলাদের লড়াইয়ের কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেললেন অভিনেত্রী।

রিয়েলিটি শোয়ের সাম্প্রতিক একটি পর্বে রানী লক্ষ্মীবাঈয়ের জীবন কাহিনী ‌ তুলে ধরে একটি নাচ পরিবেশন করা হয়েছিল। সেই নাচের পারফরম্যান্স দেখার পরই আবেগ জড়িয়ে ধরে শিল্পাকে। বিচারক হিসেবে প্রতিযোগীর নাচের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘রানি লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনও নিজের অধিকারের জন্য মহিলাদের প্রচুর ল়ড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।’’

   

শিল্পা আরও জানিয়েছেন, ভারতবর্ষের এমন মহিলাদের জন্য তিনি মনে মনে গর্ব অনুভব করেন। এমন বীরাঙ্গনাদের কাহিনী শুনলে তার মনেও আশা জাগে। তখন তার মনে হয়, যেমন পরিস্থিতিই আসুক না কেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। সেই অনুপ্রেরণা জোগানোর জন্য রানী লক্ষ্মীবাঈয়ের মতো মহিলাদের কুর্নিশ জানিয়েছেন তিনি। সোনির ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, সুপার ডান্সার ৪ এর মঞ্চে বহুদিন যাবত বিচারকের আসনে বসেছেন শিল্পা শেট্টি। তবে তার স্বামী রাজ কুন্দ্রা সম্প্রতি পর্নকান্ডে জড়িয়ে যাওয়ার পর তিনি রিয়েলিটি শো’য়ের মঞ্চ থেকে সাময়িক বিরতি নিয়ে নেন। শিল্পার পারিবারিক সমস্যার কথা মাথায় রেখে রিয়েলিটি শো’য়ের নির্মাতারাও তাকে কিছু দিনের সময় দিয়েছিলেন। সেই সময় পেরিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন শিল্পা।

আরও পড়ুন : রাজ কুন্দ্রার হাত ধরেই পর্ন ইন্ডাস্ট্রিতে অভিষেক এই ৪ বলিউড অভিনেত্রীর

সুপার ডান্সার ৪ এ শিল্পার প্রত্যাবর্তনে খুশি নির্মাতা সংস্থা এবং তার সহকর্মীরা। শিল্পার প্রত্যাবর্তনের দিনে এই রিয়েলিটি শোয়ের অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু, কোরিয়োগ্রাফার গীতা কপূর এবং রিয়েলিটি শো’য়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর থেকে বিশেষ উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলিউড অভিনেত্রী। সকলের ভালোবাসা পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। সেই দৃশ্যটিও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে।