‘কৃষ্ণকলি’ নাকি ‘ভাগ্যলক্ষী’, কে হবে লক্ষ্মী কাকিমার হবু বউমা, ফাঁস হলো বউমার পরিচয়

তিয়াসা নাকি শার্লি, লক্ষ্মী কাকিমার হবু বউমা কে, অবশেষে জানা গেল পরিচয়

বেশ কয়েক বছর টেলিভিশন (Bengali Telivision) থেকে দূরে থাকার পর আবারও ধারাবাহিকের (Bengali Mega Serial) পর্দায় ফিরেছেন সকলের পছন্দের অভিনেত্রীর অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। জি বাংলা (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) আসছে। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা। অপরাজিতা ছাড়াও এই ধারাবাহিকে তার স্বামী ভূমিকায় অভিনয় করছেন দেব শংকর হালদার। লক্ষ্মী কাকিমার ছেলের চরিত্রে অভিনয় করছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল অপরাজিতা ওরফে লক্ষ্মী কাকিমার বউমার পরিচয়।

আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টায় আসছে নতুন ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসছেন অপরাজিতা। আসলে একটি মুদিখানার দোকানকে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকের গল্প। অভিনেত্রী অপরাজিতা দীর্ঘ প্রায় চার বছর পর ধারাবাহিকে ফিরলেন। কাজেই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। ধারাবাহিকে প্রোমো মন জিতে নিয়েছে সকলের। প্রোমো জুড়ে রয়েছেন অপরাজিতা। লক্ষ্মী কাকিমার স্বামী, শাশুড়ি মা এবং ছেলেকে এক ঝলক দেখানো হলেও পরিবারের বাকি সদস্যদের পরিচয় অর্থাৎ কাস্টিং জানানো হয়নি।

এই ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার ছেলে অর্থাৎ অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন শার্লি। উল্লেখ্য, ধারাবাহিকের পর্দায় তারা নতুন জুটি নন। এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এই জুটিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। পুরনো সেই জুটি আবার ফিরছেন নতুন ধারাবাহিকের হাত ধরে। নতুন ধারাবাহিকে শার্লির চরিত্রের নাম হংসিনী। ধারাবাহিকের প্রথম প্রোমোতে অবশ্য শার্লির দেখা মেলেনি। শীঘ্রই হয়তো তাদের নিয়ে ফের নতুন একটি প্রোমো বের করবে জি বাংলা।

তবে ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস লক্ষ্মী কাকিমার বউমার পরিচয় ফাঁস করলেন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের তিয়াসা রায় এই চরিত্রে অভিনয় করবেন। তবে সুশান্ত দাস নিশ্চিতভাবে জানালেন এই চরিত্রটি ছিনিয়ে নিয়েছেন ভাগ্যলক্ষী ধারাবাহিকের নায়িকা শার্লি মোদক। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর অভিনয়ে ফিরছেন তিনিও। শেষবার স্টার জলসার ভাগ্যলক্ষী ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর টানা ৯ মাস তার হাতে কাজ ছিল না কোনও।

আপাতত জোরকদমে চলছে নতুন ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের গল্প অনুসারে, লক্ষ্মী কাকিমা একাই ঘর সংসারের পাশাপাশি মুদিখানার দোকানের ব্যবসা সামলান। পরিবারের সকলের প্রতি তিনি তার দায়িত্ব পালন করেন। তবে তার স্বামী তার প্রতি উদাসীন। তার পরেও হাসিমুখে তিনি সংসার এবং ব্যবসার সমস্ত দায়-দায়িত্ব পালন করছেন। এই হাসিখুশি দায়িত্ববান গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা।