SBI গ্রাহকরা ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই করতে পারবেন ৮টি কাজ

করোনা সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমত অবস্থায় ব্যাঙ্কের শাখায় ভিড় না বাড়িয়ে বাড়িতে বসেই যতটা সম্ভব ব্যাঙ্কিং কাজকর্ম করাটাই বুদ্ধিমানের কাজ। তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে চালু করলেন ৮টি পরিষেবা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে এই ৮টি কাজ মূলত তাদের গ্রাহকরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন। যাতে করে ব্যাঙ্কের শাখায় ভিড় বাড়ার সম্ভাবনা কমবে এবং শাখায় যাওয়ার মত হয়রানিও কমবে।

১) এটিএম কার্ডের আবেদন : এটিএম কার্ড ব্লক করা এবং নতুন এটিএম কার্ডের আবেদন গ্রাহকরা বাড়িতে বসে নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন।

২) চেকবুকের আবেদন : চেকবুক শেষ হয়ে গেলে এখন থেকে আর ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করার দরকার নেই। গ্রাহকরা বাড়িতে বসেই অনলাইনে নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেই চেকবুক এর আবেদন করতে পারবেন।

৩) ইউপিআই সক্রিয় এবং নিষ্ক্রিয় করা : বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে নানান ধরনের প্রতারণার মতো ঘটনা ঘটে চলেছে। যে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে গ্রাহকদের বাড়িতে বসে অনলাইনে নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ইউপিআই সক্রিয় অথবা নিষ্ক্রিয় করার মত বিকল্প যুক্ত করা হয়েছে।

৪) ট্যাক্স দেওয়া : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপ থেকে বর্তমানে গ্রাহকরা ট্যাক্স দিতে পারবেন।

৫) ব্যাঙ্ক স্টেটমেন্ট : ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়ার জন্য এখন থেকে আর গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন নেই। নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাওয়া যাবে।

লকডাউনে ATM জালিয়াতি রুখতে মেনে চলুন SBI-এর ১০টি টিপস

৬) বিল পেমেন্ট : মোবাইল থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর বিল অথবা বিভিন্ন ইন্সুরেন্সের প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের অনলাইন ব্যাঙ্কিংয়ে।

আরও পড়ুন :- SBI গ্রাহকরা ATM থেকে বিনামূল্যে পাবেন এই ১০টি গুরুত্বপূর্ণ পরিষেবা

৭)  টাকা জমা : বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা অনলাইনে নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে RD, ফিক্সড ডিপোজিট ইত্যাদি নানান আমানত খুলতে পারবেন এবং টাকা জমা করতে পারবেন।

আরও পড়ুন :- বাড়ি বসেই এইভাবে জেনে নিন SBI জনধন অ্যাকাউন্টের ব্যালান্স

৮) ফান্ড ট্রানস্ফার : এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অথবা অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠানোর মত পদ্ধতি অনেক আগে থেকেই রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপে।