Sawan Second Shiv Ratri 2023 : ১৪ ই আগস্ট শনিবার পালিত হবে শ্রাবণ শিবরাত্রি উৎসব। কিন্তু এবারে যেহেতু শ্রাবণ মাস মল মাস (Mal Mas)। তাই দুই মাস ধরে পালিত হচ্ছে শিবের শ্রাবণ মাস। আর তাই এবারে দুটি শ্রাবণ শিবরাত্রি পরেছে। একটি ১৫ই জুলাই ছিল। আর একটি হবে ১৪ ই আগস্ট। তবে এই শিবরাত্রি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু জানেন কি এই শ্রাবণ শিবরাত্রিতে কোন পাঁচ রাশি (Zodiac) -র ভাগ্য খুলে যাবে? চলুন জেনে নিই কোন কোন রাশি আছে এই তালিকায়।
বৃষ রাশি (Taurus) : ভগবান শিবের কৃপায় এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা চাকরিতে পদোন্নতি করতে পারবেন। যেখানে আপনার টাকা আটকে ছিল সেটি ফেরত পাবেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। কর্মে উন্নতি করতে পারবেন। নতুন যানবাহন কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। এমনকি এই রাশির জাতকদের দাম্পত্য জীবনেও বর্ষিত হবে শিব পার্বতীর আশীর্বাদ।
কর্কট রাশি (Cancer) : শ্রাবণ শিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য। মহাদেবের আশীর্বাদে এদের পেশাগত জীবনে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। এমনকি এদের ধার্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। এই সময় কর্কট রাশির জাতকরা তাদের আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন আপনি। পরিবারেও এই সময় সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে।
সিংহ রাশি (Leo) : সিংহ রাশির জাতক জাতিকারা শ্রাবণে মাসে দারুণ সাফল্য পাবেন। সরকারি খাতে মুনাফা থাকলে ব্যবসা বাড়বে। শুধু তাই নয়, ভাগ্যের সাহায্যে যেকোনো বড় ইচ্ছা পূরণ হবে। এছাড়াও এই জাতকরা অবিবাহিত হলে শ্রাবণ শিবরাত্রিতে এদের বিয়ের কথা পাকা হতে পারে। এমনকি বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য জীবনের সমস্যা কেটে যাবে।
মীন রাশি (Pisces) : শ্রাবণ মাস মীন রাশির জাতকদের বিদেশ ভ্রমণে যাওয়ার সুযোগ দিতে পারে। এছড়াও আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে। শিবের আশীর্বাদে এই সময় যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন মীন রাশির জাতকরা। স্বয়ং মহাদেব এদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই সময় আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন এবং সমাজে প্রচুর জনপ্রিয়তা অর্জন করবেন।
আরও পড়ুন : ঘনিয়ে আসছে মহাবিপর্যয়! মা দূর্গার আগমন-গমন এবার কীসে? রইল ২০২৩ পুজোর নির্ঘণ্ট
কন্যা রাশি (Virgo) : এই রাশির জাতকদের মহাদেবের আশীর্বাদে জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে কন্যা রাশির জাতকদের। এমনকি এদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে, প্রোমোশনও পেতে পারেন। এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কন্যা রাশির জাতকদের। ব্যসায়ীরা বড় লাভের সুযোগ পাবেন। এই সময় পরিবারের সঙ্গে খুব আনন্দ করে কাটবে কন্যা রাশির জাতকদের।
আরও পড়ুন : শ্রাবণ মাসে মহাদেবের এই মন্ত্রের জপ করুন, মনের সব ইচ্ছে পূরণ হবে