সাউথ-বলিউড নিজের ভাষাকে শ্রদ্ধা করে, আর বাঙালি টাকা দিয়ে স্পাইডারম্যান দেখে : শাশ্বত চ্যাটার্জি

ইদানিং বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ছবির কাছে পাত্তা পাচ্ছে না টলিউড (Tollywood)। টলিউডের এই দুর্দিনে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদেরও বাংলা ছবির পাশে এসে দাঁড়ানোর জন্য দর্শকদের আহবান করতে শোনা যাচ্ছে। যদিও তাতে লাভ খুব একটা কিছুই হচ্ছে না। তবে টলিউড থেকে গিয়ে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে রীতিমতো ছাপ ফেলে দিচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা। তাদের মধ্যে অন্যতম হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।

টলিউডের এই দাপুটে অভিনেতা দীর্ঘ বেশ কয়েক বছর আগেই বলিউডে পা রেখেছেন। ইদানিং দক্ষিণের ছবিতেও দেখা যাচ্ছে তাকে। বাংলা সিনেমা, বলিউড এবং দক্ষিণে ছবির পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও তিনি চুটিয়ে কাজ করছেন। ‌কিন্তু টলিউডের দুর্দিন নিয়ে চিন্তিত তিনিও। বিশেষত বাংলা সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ যেভাবে কমছে তার পরিপ্রেক্ষিতে দর্শকদেরই দায়ী করলেন তিনি।

saswata chatterjee

শাশ্বত চট্টোপাধ্যায় বাংলার একাধিক ছবিতে কাজ করেছেন। এরমধ্যে ‘মহাভারত মাডার্স’, ‘গোয়েন্দা শবর’ অন্যতম উল্লেখযোগ্য। সদ্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘ধাকড়’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই ছবি বক্স অফিসে মারাত্মক ফ্লপ হয়েছে। এত ভাল একটি ছবি ফ্লপ হওয়াটা তার কাছে রহস্যজনক ঠেকছে। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনি এই বিষয়েও মুখ খুললেন।

শাশ্বত মনে করেন ছবি হিট হবে না ফ্লপ, তার সবটাই নির্ভর করে দর্শকদের উপর। তবে কঙ্গনার সঙ্গে কাজ করে তিনি বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিন্তু ছবি ফ্লপ হলে কেরিয়ারে যে তার প্রভাব পড়ে সে কথা তিনি স্বীকার করে নিয়েছেন। একটি ছবি ফ্লপ হলে পরবর্তী ছবির পারিশ্রমিক কমে যায়। কিন্তু বলিউডে গিয়ে তিনি ভালই খাতিরদারি পেয়েছিলেন। যেকোনও ইন্ডাস্ট্রির মানুষকেই বলিউডে বেশ যত্ন করা হয় বলে তিনি জানিয়েছেন।

এদিকে বাংলা ছবির যে দুর্দিন চলছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, “অনেক প্রথম সারির বলি তারকাদের মারাঠি ছবি দেখার কথা শুনেছি। আসলে তারা নিজের ভাষার প্রতি শ্রদ্ধা করেন। অথচ পরিচালক-প্রযোজকরা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচান, বাংলা ছবির পাশে দাঁড়ান করলেও দর্শকরা টাকা দিয়ে স্পাইডারম্যান দেখে, বাংলা ছবি নয়।” নিজের আক্ষেপ জানিয়েছেন শাশ্বত।