দীর্ঘ বেশ কয়েক মাসের কঠিন লড়াইয়ের শেষে জি বাংলা “সারেগামাপা”র বিজেতা হিসেবে মনোনীত হলেন লোকগীতিকার অর্কদীপ। যার গানে বাংলা মাটির সোঁদা গন্ধ পান শ্রোতারা। বাংলা লোকগীতিকে জি বাংলার মঞ্চে এক অভিনব পদ্ধতিতে উপস্থাপন করেছিলেন এই বঙ্গসন্তান। মাটির সঙ্গে তাঁর টান যেন অচ্ছেদ্য। এহেন বঙ্গসন্তানকেও জয়ের পর থেকে প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে!
কারণ? তিনি “সারেগামাপা”র গ্র্যান্ড ফিনালেতে বাকি পাঁচজন সম্ভাব্য বিজেতাকে পেছনে ফেলে দিয়েছেন যে! চূড়ান্ত বাছাইপর্বে এসে মিকা সিং, শ্রীকান্ত ভট্টাচার্য্য, জয় সরকার, শংকর মহাদেভানরা নীহারিকা, অনুষ্কাকে বাদ দিয়ে অর্কদীপকেই বেছে নিয়েছেন। আর এতেই চটে গিয়েছেন একদল নেটিজেন। বিশেষত নীহারিকা এবং অনুষ্কার অনুরাগীরা একত্রে অর্কদীপের বিরুদ্ধে যেন সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছেন।
এই রিয়েলিটি শো যতই ফাইনালের দিকে এগোচ্ছিল, অনুষ্কা এবং নীহারিকার অবস্থান ততই যেন মজবুত হচ্ছিল। টপ ৪২ থেকে টপ ৬ এর যাত্রাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তবুও কঠিন সংগ্রাম করে অর্কদীপ, জ্যোতি, বিদীপ্তা, রক্তিম, নীহারিকা এবং অনুষ্কারা চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। দর্শকদের ধারণা ছিল জয়ীর মুকুট উঠবে হয় নীহারিকা নয় অনুষ্কার মাথায়। তবে তেমনটা হলো না।
ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল সাইটে অর্কদীপের বিরুদ্ধে কটু কথার বন্যা বয়ে যাচ্ছে। শুধু অর্কদীপই নন, নেটিজেনদের নিশানায় রয়েছেন তার মেন্টর ইমন চক্রবর্তী এবং সারেগামাপার বিচারকমণ্ডলী। কাউকেই ছেড়ে কথা বলছেন না নেটিজেনরা। তার উপর আবার ইমন চক্রবর্তীর বিরুদ্ধ এও অভিযোগ উঠেছে যে তিনি টাকা খাইয়ে অর্কদীপকে সেরার সেরা করিয়েছেন!
নেটিজেনদের সমস্ত কটু কথার জবাব কটুভাবেই আজ দিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে মুখ খুলেছেন অর্কদীপও। তবে তিনি অবশ্য তাঁর সম্পর্কে আলোচনা এবং সমালোচনাকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে নিয়েছেন। তিনি তাঁর প্রতি নেটিজেনদের প্রশংসা এবং সমালোচনার উভয় পাল্লাই সমানভাবে দেখছেন। তাই নেটিজেনদের বিরূপ মন্তব্য সম্পর্কে তাঁর যেন কোনও মাথাব্যাথাই নেই। একজন প্রকৃত শিল্পীর মতো ফাইট করার মানসিকতা রয়েছে অর্কদীপের, তা ফেসবুক লাইভে এসে তিনি প্রমাণ করে দিয়ে গেলেন।