ভুলেও এই কাজগুলি সরস্বতী পুজোর দিন কখনো করবেন না

ঞ্জানের দেবী হলেন সরস্বতী দেবী। তিনি আবার শিল্পকলার ও দেবী। তাই তার অপর নাম বীণাপাণি। শুভ্রবসনা এই দেবীর আরাধনা করলে শিক্ষার্থীরা ঞ্জানলাভ করে থাকেন।২০২১ এর ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার  সরস্বতী পুজো। প্রতিটা পুজোর ক্ষেত্রেই কিছু নিয়ম রীতি থাকে, যেগুলো মেনে চলা অত্যন্ত আবশ্যক। এই নিয়ম নীতি গুলি মেনে সরস্বতী পুজোর দিন দেবীর আরাধনা করলে দেবী অত্যন্ত তুষ্ট হন। আবার এমন কিছু কাজ আছে যেগুলি করলে দেবী রুষ্ট হন। আজকের প্রতিবেদনে জেনে নিন সরস্বতী পুজোর দিন কোন কোন কাজ করা উচিত নয়।

সরস্বতী পুজোর দিন যা যা করা উচিত নয়

সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা রঙের পোশাক ই পরিধান করা উচিত। এই দিন অন্য রঙের কাপড় না পরাই ভালো। সরস্বতী পুজোর দিন দেবী প্রতিমার সামনে যে প্রদীপ জ্বালানো হয়,সেই প্রদীপ পুজো চলাকালীন যেন নিভে না যায় সেইদিকে বিশেষ নজর দিতে হবে।

   

আরও পড়ুন : সরস্বতী পূজার পরের দিন গোটা সেদ্ধ খাওয়া হয় কেন

সরস্বতী পুজোর দিন সেলাই এর কোনো কাজ করতে নেই। হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পুজো হল একটি আনন্দ-উৎসব তাই এই দিন ক্ষেতের ফসল কাটা বা  গাছ কাটা ইত্যাদি উচিত নয়। সরস্বতী পুজোর দিন কোন কারণে কাউকে কটু কথা বলা উচিত নয়।সরস্বতী পুজোর দিন কখনো কারোর ওপর রাগ দেখাবেন না। সরস্বতী পুজোর দিন হাত পায়ের নখ, চুল ইত্যাদি কাটবেন না। এটাকে অশুভ বলে মনে করা হয়।

আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন, জেনে নিন আসল কারণ