সংস্কারি বউমা টিভির পর্দায়, কিন্তু রিয়েল লাইফে খুল্লাম খুল্লা যেসব নায়িকারা

টেলিভিশনের পর্দায় তারা সংস্কারি বৌমা, আসল জীবনে তারা একেকজন হট গ্ল্যামার কুইন। তাদের সোশ্যাল মিডিয়ায় ফটোতে তাদের হট ইন্ডিয়ান এবং বিকিনি লুক উত্তাপ ছড়ায়।দেখে নিন এমন কিছু জনপ্রিয় সংস্কারি বৌমাদের যারা আদতে গ্লামার বোম্ব।

প্রথমেই আসা যাক ভাবিজি ঘর পর হে ধারাবাহিকের সৌম্যা তন্ডনের কথায়। অবশ্য কারিনা কাপুরের ছোট বোনের ভূমিকায় যাব উই মেট সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল। তার গ্ল্যামারাস লুক উত্তাপ ছড়ায় সোশ্যাল মিডিয়ার।

   

এরপর আসা যাক সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকের দেবলীনা ভট্টাচার্যের কথায়। গোপী বহু রীতিমতো আদর্শ বৌমার উদাহরণ হয়ে উঠেছিল। তার স্টাইলিশ হট অবতারও পছন্দ নাগরিকদের।

এরপর পার্বতীর কথায় আসা যাক। দেবো কে দেব মহাদেব ধারাবাহিকে পার্বতীর চরিত্র করে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন সোনারিকা ভাদোরিয়া।তার গ্ল্যামারাস লুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে অবশ্য অনেক নেট নাগরিক ভাষা দিয়ে আক্রমণ করেছিলেন তাকে।

 

স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক এক হাজারো মে মেরি বেহেনা হে তে নিয়া শর্মাকে সংস্কারী বউ হিসেবে দেখেছেন সকলে। কিন্তু রিয়েল লাইফে নিজের হট অবতার কে ধরে রাখতে খুব পছন্দ করেন তিনি। সম্প্রতি তার কালো বিকিনি লুক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার।

ধারাবাহিক উত্তরন এর টিনা দত্ত ব্যক্তি জীবনে নিজের লুক নিয়ে যথেষ্ট সচেতন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তার ভক্তদের নিজের গ্ল্যামারাস লুক দিয়ে মাতিয়ে রাখেন তিনি।

হিন্দি ধারাবাহিকের জগতে সবথেকে জনপ্রিয় সংস্কারি বৌমা হলেন ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অক্ষরা ওরফে হিনা খান। তবে পাশাপাশি তার স্টাইল সেন্সও নজর কাড়ে নেট নাগরিকদের। বড় পর্দার দিকেও মনোনিবেশ করেছেন তিনি।

ধারাবাহিক জগতের জনপ্রিয় সংস্কারি বৌমা রুবিনা দিলায়েক বিগ বসের ১৪ তম সিজনের বিজয়ী ঘোষিত হয়েছেন। তার স্টাইল স্টেটমেন্ট এবং গ্ল্যামার সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।

 

টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় মৌনি রয় বর্তমানে বড়পর্দাতেও দেখা দিচ্ছেন। তবে তার প্রাথমিক পরিচয় সংস্কারি বৌমা হিসেবেই। ওকে দেব মহাদেব ধারাবাহিকে সতীর রূপে দেখা মিলেছিল তার।বর্তমানে বলি টাউনের অন্যতম ফ্যাশন কুইন তিনি।