

‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিকটির জনপ্রিয়তা এখন বাংলা টেলিভিশনের জগতে চড়া। প্রতি সপ্তাহে বেশ ভালোই রেজাল্ট করছে এই ধারাবাহিক। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে শুধু ঋষি-পিহু সম্পর্কের কেমিস্ট্রি সেভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারছে না। তাই এবার জমজমাট টুইস্ট আনার ব্যবস্থা করা হচ্ছে ধারাবাহিকে। এবার এক নতুন নায়ক এন্ট্রি নিতে চলেছেন ঋষি-পিহুর সম্পর্কে ভাঙ্গন ধরাতে।
সম্প্রতি ধারাবাহিকের দেখা গিয়েছে ঋষি এবং পিহুর বিয়ের মরসুম চলছে। সেন পরিবারের সকলেই বেশ খুশি। এই খুশির মহলেই নতুন চমক নিয়ে এন্ট্রি নিতে চলেছে ঋষির সৎ ভাই রোহন। ঋষির বাবা অপ্রতিম সেন শর্মা এবং মনিকার সন্তান সে। ঋষির নতুন বিজনেস পার্টনার হয়ে মন ফাগুনের গল্পে ঢুকে পড়ছে রোহন।
এই চরিত্রের জন্য ধারাবাহিকে এক জনপ্রিয় নায়কের এন্ট্রি হচ্ছে। চরিত্রটিতে অভিনয় করতে আসছেন অভিনেতা স্যাম ভট্টাচার্য (Samm Bhattacharya)। উল্লেখ্য এর আগে কালার্স বাংলার ‘মন মানে না’ (Mon Mane Na) ধারাবাহিকে নায়কের ভূমিকায় তাকে দেখেছেন দর্শকরা। সদ্য প্রয়াত অভিনেত্রী পল্লবী দে এই ধারাবাহিকে ছিলেন তার সহ অভিনেত্রী।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখানো হয়েছে গল্প এবার রোহনের ট্র্যাক আসছে। রোহন ঋষির নতুন বিজনেস পার্টনার হয়ে ঢুকে পড়ছে ঋষি-পিহুর জীবনে। তার প্রকৃত পরিচয় কেউ জানে না। তবে ঋষির বাবা অপ্রতিম ছেলেকে দেখে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছেন। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখানো হবে স্যামকে।
রোহন এসে এসেই ঋষিকেশ কথার ভাজে সরাসরি সতর্কবার্তা দেয়, “আমি যখন একবার এসেছি তখন সবটা নিজের করে নেব”। উল্লেখ্য বাংলা টেলিভিশনের এই অভিনেতা সম্পর্কে জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্যের ভাই। কেরিয়ারের দ্বিতীয় প্রজেক্টেই খলনায়ক হিসেবে ধরা দিতে চলেছেন তিনি। স্যাম ও শন (মন ফাগুনের নায়ক) দুজনেরই প্রথম সিরিয়ালের নায়িকা ছিলেন পল্লবী দে। এবার তারা একসঙ্গে একই ধারাবাহিকে মুখোমুখি হতে চলেছেন।