বলিউড (Bollywood) অভিনেতা সালমান খানের (Salman Khan) হাত ধরে বহু নায়িকা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তাদের মধ্যে একজন ছিলেন জারিন খান (Zareen Khan)। বলিউডের এই অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তার সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছিলেন। জারিন তার সৌন্দর্যে ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা, ক্যাটরিনাদের। তবে এখন তার চেহারা দেখলে চিনতেই পারবে না কেউ।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কোনও এক অজ্ঞাত কারণে বলিউড থেকে দূরে রয়েছেন জারিন খান। অথচ তার সমবয়সী অভিনেত্রীরা এখনও চুটিয়ে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে। রূপে গুণে তিনি তাদের থেকে কোনও অংশে কম ছিলেন না। ইন্ডাস্ট্রি থেকে তিনি রাতারাতি কেন হারিয়ে গেলেন সেটা একটা বড় প্রশ্ন। সাম্প্রতিক কালে বহু বছর পর আবার খোঁজ মিলেছে জারিন খানের।
সালমানের ‘বীর’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জারিন। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবির প্রস্তাব এসেছিল তার হাতে। তার বোল্ডনেস, চেহারার গ্ল্যামার থেকে শুরু করে সৌন্দর্য্য কাবু করেছিল বহু পুরুষের হৃদয়। কিন্তু এখন তার চেহারা দেখে রীতিমত থ হয়ে গিয়েছেন ভক্তরা। প্রথম দর্শনে তারা তো জারিনকে চিনতেই পারছিলেন না।
অথচ এই জারিন যখন বলিউডে পা রাখেন তখন তাকে দেখে অনেকেই ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ ভুলতেই নাকি জারিনকে ইন্ডাস্ট্রিতে এনেছেন ভাইজান। সালমান নাকি ক্যাটরিনাকেও টেক্কা দেওয়ার জন্য তার মত সুন্দরী নায়িকাকে বলিউডে এনে তাক লাগাতে চেয়েছিলেন।
সালমানের সঙ্গে জারিনের প্রথম ছবি যেভাবে হিট হয়েছিল, পরবর্তী দিনে আর সেভাবে সফল ছবি বলিউডকে উপহার দিতে পারেননি জারিন খান। এরপর ধীরে ধীরে তার ছবির সংখ্যা কমতে শুরু করল। গত দুই বছর ধরে তার কোনও নতুন ছবি আসেনি। শেষমেষ বিমানবন্দরে পাপারাজ্জিদের সামনে ক্যামেরাবন্দী হলেন জারিন খান। নীল রঙের ছোট পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
এতদিন বাদে জারিনকে দেখে খুশি হওয়ার কথা ছিল তার ভক্তদের। কিন্তু তাকে দেখে তো চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে। কারণ সেই ছিপছিপে সুন্দরী জারিন খান যেন কোথাও উধাও হয়ে গিয়েছেন। তার ওজন এখন অনেকটাই বেড়ে গিয়েছে। একসময় চাবুক ফিগারে ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন জারিন। এখন তার এই চেহারা দেখে ‘মোটা’ বলে কটাক্ষ করতে ছাড়ছেন না ক্যাটরিনার ভক্তরা।