রাতারাতি ‘পুষ্পা ২’ থেকে বাদ ‘শ্রীবল্লি’ রশ্মিকা, অল্লু অর্জুনের নায়িকা হতে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী

রশ্মিকা বাদ, ‘পুষ্পা ২’তে অল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

গত বছর ‘পুষ্পা’ (Pushpa) ছবিটি মুক্তি পাওয়ার পর কার্যত করোনা পরবর্তী সময়ে সাউথ ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর শক্তি যুগিয়েছিল। করোনা চলাকালীন সময়েও প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এই ছবির সুবাদে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে ওঠেন অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। পুষ্পা এবং শ্রীবল্লির জুটি এই অ্যাকশন ঘরানার ফিল্মের মধ্যে আলাদাভাবেই নজর কেড়েছে।

এই বছর মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা ছবির সিকুয়েলের। তবে ‘পুষ্পা দ্য রুল’ দেখার জন্য এখন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। শুটিং এগোচ্ছে দ্রুত গতিতে। গল্পে এসেছে কিছু পরিবর্তন এবং সেই সঙ্গে নাকি গল্পের কাস্টিংয়ের মধ্যেও একটা বড় রকমের পরিবর্তন দেখা দেবে। শোনা যাচ্ছে রশ্মিকাকে বাদ দিয়ে নাকি সেই জায়গায় সাই পল্লবীকে (Sai Pallavi) আনার কথা ভাবছেন নির্মাতারা।

১২ই ডিসেম্বর থেকে পুষ্পার সিকুয়্যেলের শুটিং শুরু হয়ে গিয়েছে। সিনেমার নির্মাতারা এরই মধ্যে সাই পল্লবীর কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেন। চিত্রনাট্য শুনে অভিনয়ের জন্য রাজিও হয়েছেন অভিনেত্রী। এই খবর শুনে তো রশ্মিকা ভক্তদের মাথায় হাত পড়েছে। সত্যি সত্যিই কি তাহলে দ্বিতীয় ভাগ থেকে বাদ পড়তে চলেছেন রশ্মিকা? এও শোনা যাচ্ছিল পুষ্পার দ্বিতীয় ভাগে নাকি ‘শ্রীবল্লি’ মারা যাবে।

পুষ্পার দ্বিতীয় ভাগে অল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী। এই খবর প্রচার হতেই অবশেষে জানা গেল আসল সত্যিটা। সাই পল্লবীর আগমনে রশ্মিকা যে বাদ পড়ছেন এমন খবর সত্যি নয়। অল্লু অর্জুনের বোনের চরিত্রে দেখানো হতে পারে সাই পল্লবীকে। এখনও পর্যন্ত সাই পল্লবী ছবির জন্য মত দিয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে তিনি রাজি না হলে আরও এক অভিনেত্রীর নাম এই মুহূর্তে রয়েছে নির্মাতাদের তালিকায়।

Sai Pallavi

আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, সাই পল্লবী যদি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তাহলে তার জায়গায় নেওয়া হতে পারে ঐশ্বর্য রাজেশকে। গত বছরের ১৭ই ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা দ্য বিগিনিং’ ছবিটি। প্রথম ছবির দারুণ সাফল্য দেখেই দ্বিতীয় ছবি বানানোর কথা ভেবেছিলেন নির্মাতারা। এক বছরের মাথায় শুরু হল ছবির দ্বিতীয় ভাগের শুটিং।

শোনা যাচ্ছে, রশ্মিকা প্রথম ছবির মত এই ছবিতে অল্লু অর্জুনের নায়িকার ভূমিকায় থাকবেন। তবে সাই পল্লবীর ভূমিকাটাও বেশ গুরুত্বপূর্ণ থাকবে ছবিতে। তার সঙ্গে অল্লু অর্জুনের অনেকখানি দৃশ্য থাকবে। তাই প্রথম পার্টের মত ছবির দ্বিতীয় ভাগেও দর্শকদের জন্য থাকবে একাধিক চমক। পুষ্পার প্রথম ভাগকেও নাকি ছাপিয়ে যাবে ছবির দ্বিতীয় পার্ট।