দেশপ্রেমের দোহাই দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা, দেশের জন্য নতুন গান গেয়ে আবার ট্রোলড রূপঙ্কর

রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) উপর নেটিজেনদের আক্রোশ যেন কিছুতেই কমতে চাইছে না! ফেসবুক লাইভ ভিডিওতে ‘হু ইজ কেকে ম্যান, আমরা অনেক ভালো গাই’ বলে বাঙালি গায়কদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কার্যত নেটিজেনদের তীব্র ক্ষোভ এসে পড়ে তার উপর। এর উপরে আবার কেকের মৃত্যুতে চরম আক্রোশে রূপঙ্করের উপর ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। এরপর থেকে জনতার রোষ উত্তরোত্তর বেড়েছে। তাকে এমনকি তার পরিবারকেও এখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ঘটনার পর ২ সপ্তাহ কেটে যাওয়ার পরেও পরিস্থিতির এতোটুকু বদল হয়নি। সোশ্যাল মিডিয়া আজও রূপঙ্করকে ভিলেনের নজরেই দেখছে। হাজার হাজার মিম এবং ভিডিও তৈরি হচ্ছে তাকে নিয়ে। সেলিব্রিটিমহল থেকেও তার বক্তব্যের বিরুদ্ধে মত পোষণ করেছেন অনেকে। এমনকি এই ঘটনার চূড়ান্ত প্রভাব পড়েছে তার কেরিয়ারেও। তার হাত থেকে একের পর এক বিজ্ঞাপনী প্রজেক্ট বেরিয়ে গিয়েছে। বেরিয়ে গিয়েছে ছবির কাজও।RUPANKAR BAGCHI

কিন্তু এত নেতিবাচকতার মধ্যেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন রূপঙ্কর। তিনি আবারও গানের রেকর্ডিংয়ের জগতে ফিরেছেন। সম্প্রতি ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রকেথ হয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সম্মিলিতভাবে একটি গান গেয়েছেন। এই গানের একটি অংশ গেয়েছেন রূপঙ্কর বাগচী। তাকে সঙ্গ দিয়েছেন সৌম্যজিৎ, সোনু নিগম, সুরেশ ওয়াডকার এবং অন্যান্যরা।

ভারতের প্রায় সব ভাষা নিয়ে এই গানটি রেকর্ড করা হয়েছে। গানের রেকর্ডিংয়ের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “দেশসেবার এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমি সম্মানিত”। ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার মানুষ দেখেছেন। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে তাকে কটাক্ষ করতে ছাড়েননি।

COMMENTS

নেটিজেনদের একাংশের দাবি, শুধুমাত্র বিতর্ক এড়াতে রূপঙ্কর দেশসেবার কথা বলছেন! কেউ বলছেন দেশের অন্যতম সেরা গায়ককে অপমান করে এখন দেশসেবার অঙ্গীকার করতে এসেছেন! তবে নেটিজেনদের আক্রোশের মাঝে রূপঙ্করের কিছু ভক্তের সমর্থনমূলক মন্তব্যও চোখে পড়ছে। অহংকার এবং ঔদ্ধত্য ঝেড়ে ফেলে রূপঙ্কর আবার গানের জগতে ফিরে আসুন, এমনটাই চাইছেন ভক্তরা।

RUPANKAR BAGCHI POST