কে কে-কে নিয়ে এত মাতামাতি কিসের, হু ইজ কে কে! রূপঙ্করকে ধুয়ে দিলেন নেটিজেনরা

সোমবার কলকাতার নজরুল মঞ্চে প্রখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথের একটি লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হয়েছিল। নিজের চোখে কে কে-কে (K K) দেখার জন্য এবং তার গান শোনার জন্য এদিন সারা কলকাতা শহর থেকে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। কলকাতার নজরুল মঞ্চের আশেপাশে যেন রীতিমতো মেলা বসে গিয়েছিল। মুম্বাইয়ের শিল্পীকে নিয়ে বাঙালি শ্রোতাদের এত মাতামাতি দেখে ফেসবুকে লাইভে এসে কটাক্ষ করে বসেন বাঙালি সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)।

এদিন লাইভে এসে রূপঙ্কর বলেন, “কেকে দারুণ গায়ক। কিন্তু ওর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।”

Rupankar Bagchi

রূপঙ্করের এই ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দ্রুত গতিতে। তবে এখানেই শেষ নয়, রূপঙ্কর লাইভে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন, ‘‘আমাদের নিয়ে আপনারা এতো উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যেকোনও কেকে-র থেকে বেটার। আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ’‌’।

বলিউড শিল্পী কে কে-কে নিয়ে বাঙালিদের এত মাতামাতি বিষয়টি রূপঙ্করের চোখে ভালো ঠেকেনি। তাই তিনি নিজের মতামত তুলে ধরতে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। তবে এমনটা করতে গিয়ে কার্যত তাকেই নেটিজেনদের প্রবল আক্রোশের মুখে পড়তে হল তাকে। বিশেষ করে কে কের ভক্তরা কমেন্ট বক্সে রূপঙ্করের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন।

নেটিজেনদের একাংশ কে কে-কে এই ভাবে ‘হিংসা’ না করার পরামর্শ দিচ্ছেন রূপঙ্করকে। কারও দাবি, নিজের ‘ফ্রাস্ট্রেশন’ কেকের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি! কেউ কেউ আবার কমেন্ট বক্সে রূপঙ্করের উচ্চারণ নিয়েও কটাক্ষ করেছেন। একদিনের ব্যবধানে কেকের মৃত্যুতে রূপঙ্করের উপর আরও বেশি রেগে গিয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে রূপঙ্করের বিরুদ্ধে উপচে পড়ছে সমালোচনা।