শ্রীময়ীর পুত্রবধূ ‘অর্না’ আসলে কে, রইলো তার আসল পরিচয়

বাংলা টেলিভিশনের (Television) পর্দার ভীষণ পরিচিত মুখ তিনি। জীবনের প্রায় ১২ বছর সময় যাবত তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘তোমায় আমায় মিলে’র ‘উষসী’কে দর্শক আজও তাদের মনের মনিকোঠায় সযত্নে রেখেছেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে স্টার জলসার অত্যন্ত পরিচিত অভিনেত্রী রুশা চ্যাটার্জীকে (Roosha Chatterjee) নিয়ে। যাকে আজ ‘শ্রীময়ী’ (Sreemoyee) ধারাবাহিকে ‘অর্না’ হিসেবে চেনেন দর্শক।

রুশার জন্ম পশ্চিমবঙ্গের কলকাতাতেই। ১৯৯৪ সালের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে তার বয়স মাত্র ২৭ বছর। একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন উচ্চশিক্ষিতাও বটে। সিকিম মনিপাল ইউনিভার্সিটি থেকে তিনি তার গ্রাজুয়েশনের পড়াশোনা করেছেন। পড়াশোনা করতে করতেই অভিনয় করতে শুরু করেন তিনি। তার অভিনয় জীবনের প্রথম ব্রেক ছিল ‘ওগো বধূ সুন্দরী’।

Roosha Chatterjee Wiki, Age, Boyfriend, Family & Biography

২০০৯ সালে স্টার জলসায় সম্প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’তে ‘ললিতা’র বোন ‘লাবণ্য’র চরিত্রে অভিনয় করে অভিনয় জীবনে তার হাতে খড়ি হয়। অভিনয় জীবনের শুরুতে পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবেই তাকে দেখেছেন দর্শক।

তবে খুব তাড়াতাড়িই তিনি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে ‘উষসী’র চরিত্রটি তাকে সেই সুযোগ দিয়েছিল। বলা বাহুল্য, এই ধারাবাহিকটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

Roosha Chatterjee Wiki, Age, Boyfriend, Family & Biography

আসলে স্মার্ট, শিক্ষিতা, সুন্দরী অভিনেত্রী রুশার অভিনয়ে দর্শক ছিলেন মুগ্ধ। এরপর অবশ্য তাকে আর কখনও ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। ধারাবাহিকে অভিনয় করতে করতেই সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি।

Roosha Chatterjee Wiki, Age, Boyfriend, Family & Biography

২০১৭ সালে ‘জয় মা দূর্গা’ ছবিতে সোমরাজ মাইতির বিপরীতে অভিনয় করেছিলেন রুশা। তারপর আবার ফিরেছেন ধারাবাহিকের দুনিয়ায়। মধুমিতা সরকার এবং ঋষি কৌশিক অভিনীত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’তে ‘শ্রুতি’র চরিত্রে তাকে অভিনয় করতে দেখেছেন দর্শক। ইদানিং ‘মহাপীঠ তারাপীঠ’ এবং বর্তমানে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘শ্রীময়ী’র পুত্রবধূ ‘অর্না’র চরিত্রে অভিনয় করছেন রুশা।

Roosha Chatterjee Wiki, Age, Boyfriend, Family & Biography

অভিনয় সূত্রেই মনের মানুষের খোঁজ পেয়েছেন তিনি। রুশার মনের মানুষও টেলিভিশনের জগতের বেশ পরিচিত মুখ। নাম তার রাহুল দেব বসু। রাহুল দেব বসু ‘বাজলো তোমার আলোর বেণু’ এবং ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। রাহুল এবং রুশাকে অবশ্য একত্রে কখনও অভিনয় করতে দেখা যায়নি। তবে তাই বলে তাদের প্রেম আটকে থাকেনি।

Roosha Chatterjee Wiki, Age, Boyfriend, Family & Biography

সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় নন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। তাকে নিয়ে কয়েকটি ফ্যানপেজ অবশ্য রয়েছে ফেসবুকে। তার নিজস্ব একটি ইনস্টাগ্রাম একাউন্টও রয়েছে ঠিকই। তবে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ তথ্য নিয়ে সকলের সামনে প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেন না।

যদিও রাহুলের সঙ্গে তার সম্পর্ক কিন্তু লুকিয়ে রাখেননি অভিনেত্রী। মনের মানুষকে প্রকাশ্যে ভালোবাসার কথা জানাতেও দ্বিধা করেননি। প্রিয় মানুষটির সঙ্গে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি শেয়ার করেন তিনি।