পর্দার প্রেম গড়াচ্ছে বাস্তবেও, রুকমার প্রেমে ভাসছে রাহুল

দেশের মাটি (Desher Mati) ধারাবাহিকের রাজা-মাম্পি (Raja-Mampi) জুটি এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সবথেকে সুপারহিট জুটি। এই জুটির কেমিস্ট্রি এতটাই গাঢ় যে রাজা-মাম্পিকে নিয়ে আলাদা ফ্যানপেজ গড়ে উঠেছে সামাজিক মাধ্যমে। রাম্পিকে নিয়ে দর্শক কার্যত এতটাই অবসেসড যে তারা চান ধারাবাহিকের গল্প যেন তাদের দুজনকে কেন্দ্র করেই এগিয়ে চলে। তার অন্যথা হলেই সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়ে ওঠেন তারা।

   

রাজার চরিত্রে আছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি (Rahul Arunoday Banerjee) এবং মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায় (Rooqma Roy)। প্রথম থেকেই তাদের অনস্ক্রীন কেমিস্ট্রি দর্শকের মনে বেশ ভালো প্রভাব ফেলেছে। পর্দায় তাদের প্রেম এতটাই বাস্তব বলে মনে হয় যে মাঝে মাঝে দর্শকও কোনটা রিল আর কোনটা রিয়েল গুলিয়ে ফেলেন। এবার সোশ্যাল মিডিয়ার একটি ছবি কার্যত নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাহুলের পোস্ট করা একটি ছবিতে রাহুল এবং রুকমার সম্পর্কের নতুন কেমিস্ট্রি ধরা পড়েছে।

ছবিতে দেখা যাচ্ছে লাল টুকটুকে বেনারসি পড়ে নতুন বউয়ের সাজে বসে আছেন রুকমা। পেছন থেকে রাহুল তার ঘাড়ে মুখ গুজে বসে আছেন। পছন্দের জুটির এমন আদর মাখা ছবি দেখে আপ্লুত হয়েছেন নেটিজেন। একই সঙ্গে তাদের সম্পর্কের নতুন কেমিস্ট্রি নিয়েও জল্পনা তুঙ্গে। পর্দার প্রেম কি তাহলে গড়াচ্ছে বাস্তবেও? কি বলছেন রাহুল? ছবির ক্যাপশনে অবশ্য সেসব কিছুই লেখেননি রাহুল। তিনি জানিয়েছেন তিনি এবং রুকমা লাইভে আসবেন। ধারাবাহিক নিয়ে রাম্পি সমর্থকদের মনে যে প্রশ্ন উঠছে, তাদের যে অভিযোগ আছে তা শোনার জন্যেই আজ দুপুর ২টোর সময় লাইভে আসবেন।

সম্প্রতি ধারাবাহিকের গল্পে এসেছে নতুন টুইস্ট। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে মাম্পিকে খলচরিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে। যার ফলে দর্শকের সমস্ত সহানুভূতি গিয়ে পড়ছে নোয়ার উপরে। বাড়িতে উঠতে বসতে নোয়াকে অপমান করছে মাম্পি। তার চাকরি চলে যাওয়া নিয়ে তাকে খোঁটা দিচ্ছে। স্বরুপনগরেরই একটি কলেজে পড়ার সুযোগ পেয়েছে মাম্পি। এদিকে নোয়া তার স্কুলের চাকরি হারিয়ে ফেলেছে। মাম্পির চরিত্রের এই পরিবর্তন তার সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

তাদের অভিযোগ, নোয়াকে ভালো দেখাতে ইচ্ছাকৃতভাবে মাম্পিকে ভিলেন বানানো হচ্ছে। প্রসঙ্গত নোয়া এবং মাম্পিকে নিয়ে সমালোচনা এই প্রথম নয়। এর আগেও ধারাবাহিকের পটপরিবর্তন নিয়ে জোর সমালোচনা করেছিলেন রাম্পি সমর্থকরা। মাম্পির চরিত্রের নেতিবাচক উপস্থাপনা তারা কিছুতেই মেনে নিতে রাজি নয়। সেই প্রসঙ্গে তাদের যে অভিযোগ রয়েছে তা শোনার জন্য আজকের এই লাইভে আসার কথা ঘোষণা করেছেন রাহুল।

ধারাবাহিক নিয়ে রাম্পি সমর্থকদের সমস্ত অভিযোগ সরাসরি শুনবেন রাহুল এবং রুকমা। প্রিয় জুটি লাইভে আসবে, স্বভাবতই বেশ খুশি রাম্পি সমর্থকরা। তবে তাদের নজর কেড়েছে রাহুল এবং রুকমার ছবি। কারণ এই ছবিতে রাহুল এবং রুমাকে এত কাছাকাছি দেখে তারা নতুন কোনও সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন। যদিও পর্দার প্রেম যদি সত্যই বাস্তবে পরিণতি পায় তাহলে রাম্পির সমর্থকরা সবথেকে বেশি খুশি হবেন।