সোশ্যাল মিডিয়াতে অনেক সময় বিভিন্ন ট্রেন্ড শুরু হয়। সম্প্রতি সেরকমই একটি ট্রেন্ড মেনে নেটিজেনরা তাদের ছোটবেলার ছবি শেয়ার করায় মেতেছেন। সাধারণের পাশাপাশি তারকারাও শেয়ার করে নিচ্ছেন তাদের ছোটবেলার অদেখা সব ছবি। বাংলা সিরিয়াল থেকে টলিউড (Tollywood) অভিনেত্রীরাও পিছিয়ে নেই।
বিনোদন দুনিয়ার তারকাদের ছবি দেখতে কে না পছন্দ করেন? তবে তাদের ছোটবেলার ছবি নিয়ে বিশেষ মাতামাতি চলে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি পরিচালিক তথা লেখিকা শতরূপা সান্যাল (Satarupa Sanyal) এর দুই মেয়ে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitraganda Chakraborty) এর ছবি ভাইরাল হয়েছে।
মা এবং দিদির সঙ্গে ছোটবেলার এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতাভরী। যেখানে শতরূপার কোলে তার দুই মেয়েকে দেখা যাচ্ছে। যদিও ছোটবেলার চেহারার সঙ্গে ঋতাভরীর এখনকার চেহারার তেমন মিল নেই কোনও। তবে মায়ের সঙ্গে দুই খুদের ছবি দেখে নেটিজেনরা মুগ্ধ।
ছোটবেলায় প্রিয় তারকারা কে কেমন দেখতে ছিলেন তা জানার আগ্রহ প্রায় সকলেরই থাকে। সেই কৌতুহল নিরসনের জন্যই এই ছবিটি শেয়ার করেন ঋতাভরী। ছবিটি সম্ভবত কোনও নিমন্ত্রণ বাড়ির খাওয়া-দাওয়ার সময় তোলা হয়েছে। মায়ের দুই পাশে খেতে বসেছিল দুই কন্যা।
উল্লেখ্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শতরূপা একাই তার দুই কন্যাকে বড় করেছেন। মেয়েদের কাছে মা হলেন সব থেকে বড় অবলম্বন। বাবার অবাক কখনও বুঝতেই পারেননি তারা দুই বোন। মায়ের সঙ্গে দুই মেয়ের বন্ডিংটা খুবই ভাল। চিত্রাঙ্গদা তো মায়ের প্রতি ভালবাসায় নিজের নামের পাশে মায়ের নাম জুড়ে নিয়েছেন।
আরও পড়ুন : প্রথমবার হবু বরের ছবি পোষ্ট করলেন ঋতাভরী চক্রবর্তী, ফাঁস হয়ে গেল বরের পরিচয়
শতরূপা সান্যাল হলেন একাধারে লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার এবং সেই সঙ্গে সমাজসেবী। সেই সঙ্গে দুই মেয়ের বাবা ও মা হিসেবেও তিনি তার দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ফাদার্স ডে উপলক্ষে শতরূপার বড় মেয়ে চিত্রাঙ্গদা নিজের নামের পাশে মায়ের নাম জুড়ে হয়েছেন চিত্রাঙ্গদা শতরূপা।
আরও পড়ুন : ‘অন্যের রান্নাঘরে সেক্স করেছি’, ঋতাভরী চক্রবর্তীর কান্ডকারখানা জানলে চোখ উঠবে কপালে