৮ বছর পর সিরিয়ালে ফিরছে এই জনপ্রিয় জুটি, নতুন ধামাকা নিয়ে এলেন লীনা গাঙ্গুলী

বহু বছর পর সিরিয়ালে ফিরছেন স্টার জলসার জনপ্রিয় জুটি

বাংলা টেলিভিশনের ইতিহাসে একটি অন্যতম ধারাবাহিক হলো স্টার জলসা (Star Jalsha) -র ইস্টিকুটুম (Ishti Kutum)। অর্চি বাহা, মুন এর গল্প আজও ভুলতে পারেনি দর্শকরা। সিরিয়ালটি শেষ হয়েছে প্রায় আট বছর হয়ে গেল। মাঝেমধ্যেই তাদের কথা মনে পড়ে দর্শকদের। এবার তাদের জন্যই এল দারুন একটি খবর। আবার ছোট পর্দায় দেখা যাবে ইস্টিকুটুম ধারাবাহিকের জুটিকে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইস্টিকুটুম ধারাবাহিকটি ২৪ শে অক্টোবর ২০১১ সালে শুরু হয়েছিল আর সমাপ্ত হয় ১৩ ই ডিসেম্বর ২০১৫ সালে। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে প্রায় চার বছর রমরমিয়ে চলেছিলো ধারাবাহিকটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল রণিতা দাস, ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অঙ্কিতা চক্রবর্তী‌ (Ankita Chakraborty) -কে। সিরিয়ালটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এই মেগার রিমেক অবধি বানানো হয়।

Ishti Kutum

   

এদের মধ্যে বহুদিন অভিনয় জগত থেকে দূরে আছেন রণিতা। আর অঙ্কিতাকে শেষ দেখা গিয়েছিল কালার্স বাংলায় ইন্দ্রানী ধারাবাহিকের মুখ্য ভূমিকা। অন্যদিকে ঋষি কৌশিককে দেখা গিয়েছিল কালার্স বাংলায় সোনা রোদের গান ধারাবাহিকে। মাঝে কয়েকদিন বিরতি নেওয়ার পর উড়ে গিয়েছিলেন মুম্বাইয়ে। আর এসবের মধ্যেই শোনা যাচ্ছে ফের ছোট পর্দায় অভিনয় করতে দেখা যাবে অরচি এবং মুনকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে খবর। তারপরই নস্টালজিক হয়ে পড়েছেন উঠছে অর্চি মুনের ভক্তরা। কোন সিরিয়ালে দেখা যাবে?কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক? শোনা যাচ্ছে আট বছর পর লীনা গাঙ্গুলির এক ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে অর্চি মুনকে। তবে তাদের নতুন সিরিয়াল বাংলা নয় বরং হিন্দিতে হবে।

Ishti Kutum

আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না

শীঘ্র স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন মেগা ঝনক। লীনা গাঙ্গুলী তার এই মেগায় হিন্দি বলয়ের তারকাদের পাশাপাশি বাংলা থেকে বহু তারকাকে কাস্ট করেছেন। একদিকে নায়কের ভূমিকায় থাকবেন ক্রুশল আহুজা এবং খলনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে। নায়িকা চরিত্রে অভিনয় করবেন হিবা নবাব।

আরও পড়ুন : কেন অনুরাগের ছোঁয়া দেখছে না কেউ? কেন দিন দিন কমছে টিআরপি?

RISHI AND ANKITA

আরও পড়ুন : সিরিয়ালের সেরা শাশুড়ি! নতুন এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন চুমকি চৌধুরী

এটুকু সিওর ইষ্টিকুটুম এর পর ফের আকবার এক সিরিয়ালে দেখা যাবে ঋষি এবং অঙ্কিতাকে। এই সিরিয়ালেই বিশেষ ভাবে সক্ষম একটি চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। যদিও তারা একসাথে জুটি বাঁধবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এখন দেখার বাংলার মত হিন্দিতে কতটা দর্শকদের মন জয় করতে পারে এই তারকারা।

আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়