ভারতের টেলিকম বাজারে বিপ্লব এনে দিয়েছে জিও। জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে অন্যান্য মোবাইল সংস্থাগুলি রীতিমত পথে বসেছে। দিনের পর দিন কম খরচে স্বল্প সুবিধা দিয়ে জিও র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। এবার গিগা ফাইবার আনতে চলেছে জিও। এর মাধ্যমে স্বল্প খরচে আপনি পাবেন টিভি দেখার সুযোগ এবং উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা।
২০১৮ সালে রিলাইন্স Jio Giga Fiber ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা প্রথম ঘোষণা করেছিল। কথামতো আজ বৃহস্পতিবার দেশজুড়ে আত্মপ্রকাশ করতে চলেছে জিও গিগা ফাইবার। ইতিমধ্যেই ভারতের ১৬ টি শহর থেকে ১৫,০০,০০০ রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। সাধারণ বৈদ্যুতিক ক্যাবল এর ইন্টারনেট পরিষেবা গতি 10MBps থেকে 100MBps এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু Jio Giga Fiberএর সর্বনিন্ম গতি হবে 50MBps আর সর্বোচ্চ গতি হবে 10000GBps অর্থাৎ 10GBps।
জিও ফাইবার এর সর্বনিম্ন ডাটা প্ল্যান শুরু হবে ৭০০ টাকার। তাতে পাওয়া যাবে ১০০ মেগাবাইট প্রতি সেকেন্ড স্পিড। আর সর্বোচ্চ ডাটা প্ল্যান এর মূল্য হবে ১০০০০টাকা।
নতুন কানেকশন কীভাবে নেবেন?
জিও কিগো ফাইবার কানেকশন নিতে হলে গ্রাহকদের জিওর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 100mbps আর 1gbps দুটি অফার পাওয়া যাবে। এখানে গ্রাহকদের আড়াই হাজার টাকা ডিপোজিট করতে হবে। তবে চিন্তার কোন কারন নেই এই টাকাটি কেবলমাত্র রাউটারের জন্য ডিপোজিট করতে হবে এবং এটি ফেরত যোগ্য।
আপনি যে ঠিকানায় এই কানেকশন নিতে চান আপনাকে সেই ঠিকানাটি ওয়েবসাইটে দিতে হবে। এর সঙ্গে দিতে হবে আপনার নাম আপনার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং ওটিপি দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
Jio Giga Fiber কনেকশনে কি কি পাওয়া যাবে?
সংযোগ নেওয়ার সময়ে দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নেওয়া হলে গ্রাহককে সংস্থার তরফে LED টিভি বা কম্পিউটার দেওয়া হবে। ‘Jio Forever’ নামের প্ল্যানেই বিনামূল্যে মিলবে ফুল এইচডি LED টিভি বা কম্পিউটার। সেপ্টেম্বরের শুরুতে JioFiber লঞ্চ হওয়ার পরেই যারা সংযোগ নেবেন, তাঁরাই পাবেন Reliance-এর তরফে এই উপহার। তবে, কত দিন পর্যন্ত এই অফার থাকবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। Jio Forever প্ল্যানে কত টাকা খরচ হবে, সে বিষয়েও জানায়নি Reliance।
Jio Giga Fiber আপনি যেকোন স্মার্টফোনেই ব্যবহার ফোন করতে পারবেন। সেজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি JioCall নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে নিজের নাম্বার কনফিগার করে নিলেই করতে পারবেন ফোন কল এবং ভিডিও কল। বিশেষভাবে উল্লেখযোগ্য, এক্ষেত্রে আপনার ফোনটি 4G হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নয়, যে কোন স্মার্টফোন হলেই চলবে। ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ফোনের সাথে এই গিগাফাইবার যুক্ত করে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
রিলায়েন্স এর তরফে জানানো হয়েছে যে জিও ফাইবার প্লানে সাথেই Netflix ও Hotstar Premium এর মত পরিষেবা বিনামূল্যে দেখতে পাওয়া যাবে। যদি কোন গ্রাহক বেশি দামের দীর্ঘদিনের কোন প্ল্যান নেয় তাহলে কোনো সিনেমা যেদিন রিলিজ হবে সেদিনই গ্রাহক বাড়িতে বসেই সিনেমা দেখতে পারবেন। জিও সংস্থা আরও জানিয়েছে জিও ফাইবার সাবস্ক্রিপশন এক বছরের জন্য করলে গ্রাহককে জিও একটি 4k সেট টপ বক্স বিনামূল্যে দেবে। পাশাপাশি জিও ফাইবার এর সঙ্গে একটি ল্যান্ড ফোন দেওয়া হবে গ্রাহকদের। এই ল্যান্ড ফোন থেকে ভারতবর্ষের যেকোনো জায়গায় বিনামূল্যে কল করা যাবে। এমনকি এই ফোন দিয়ে স্বল্প খরচে ইন্টারন্যাশনাল কল করা যাবে।