উৎসবের মরশুমে দারুণ খবর দিল জিও। একের পর এক ধামাকা দেওয়া রিলায়েন্স জিও দীপাবলি উপলক্ষে নিয়ে এল ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফার। দীপাবলি উপলক্ষে ১০০ টাকার বেশি রিচার্জ করলেই মিলবে ১০০ শতাংশ ক্যাশ ব্যাক। ১৪৯ টাকা থেকে ৯৯৯৯ টাকা যে কোনও রিচার্জের সঙ্গে গোটা টাকার সুবিধা মিলবে রিলায়েন্স ডিজিটাল কুপনের মাধ্যমে। এছাড়াও, থাকছে আরও একটি নতুন ১৬৯৯ টাকার আনলিমিটেড প্ল্যান৷ যেখানে ইউজার পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলস, ১০০ টি এসএমএস (প্রতিদিন)৷ জিও দিওয়ালি অফারে দিচ্ছে ‘১০০ শতাংশ ক্যাশ ব্যাক’! বিস্তারিত জানুন কীভাবে পাবেন
এই অফার শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। আর যে কোন রিলায়েন্স জিওর ডিজিটাল স্টোর থেকে ৫০০০ টাকার কেনাকাটায় এই ক্যাশব্যাকের ডিজিটাল কুপন ব্যাবহার করা যাবে। এই ক্যাশব্যাক ডিজিটাল কুপনের মাধ্যমে আসবে। আর এটি সর্বাধিক ৯৯৯৯ টাকার রিচার্জ পর্যন্ত বৈধ হবে। আর এই ক্যাশব্যাকের ডিজিটাল কুপন সর্বাধিক দুটি ব্যাবহার করা যাবে। আসুন আমরা আজকে এই ক্যাশব্যাকের বিষয়ে বিস্তারিত জেনে নিই
আরও পড়ুন : নামেই ৫০১ টাকার জিও ফোন, আসলে দিতে হবে ১,০৯৫ টাকা
জিওর স্পেশাল দীপাবলি অফার সম্পর্কে দশটি তথ্য
- ১৪৯ টাকার বেশি সব প্রিপেড রিচার্জে ১০০% ক্যাশব্যাক পাওয়া যাবে।
- এই ক্যাশব্যাক কুপন হিসাবে পাওয় জাবে মাই জিও অ্যাপে।
- যত টাকার রিচার্জ করবেন তত টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
- একের বেশি রিচার্জ করলেও ক্যাশব্যাক পাওয়া যাবে।
- সব নতুন ও পুরনো গ্রাহকরা এই অফারের সুবিধা নিতে পারবেন।
- শুধুমাত্র প্রিপেড রিচার্জে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। পোস্টপেডে এই অফারের সুবিধা পাওয়া যাবে না।
- রিলায়েন্স ডিজিটাল স্টোর বা মাই জিও অ্যাপ থেকে ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় এই কুপন ব্যাবহার করা যাবে।
- এই অফারটি ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাবহার করা যাবে।
- এই অফারের সব কুপন ৩১ ডিসেম্বরের আগে রিডিম করতে হবে।
- ৫০০ টাকার বেশি রিচার্জে একাধিক কুপন পাওয়া যাবে।