পুলওয়ামা কাণ্ডের জেরে শোকের মধ্যে সবাই। রাজ্য সরকারগুলিও নিজেদের মতো করেই পাশে দাঁড়াচ্ছেন শহিদদের পরিবারের। এবার এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। নিহত জওয়ানদের পরিবারের সব দায়িত্ব নিতে চায় তাঁরা।
রিলায়েন্স ফাউন্ডেশন ঘোষণা করেছে যে পুলবামায় শহীদ হওয়া সমস্থ পরিবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে রিলায়েন্স। পরিবারের মানুষের জীবনযাপন, দেখা শোনার দায়িত্ব নেবে রিলায়েন্স। শুধু এই নয়, শহীদ সেনার ছেলে মেয়েদের পড়াশোনা করানোর পর তাদের চাকরিও রিলায়েন্স প্রদান করবে।
এখানেই শেষ নয়, রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা হামলায় আহত জওয়ানদের বিনামূল্যে সবচেয়ে ভালো চিকিত্সার ব্যবস্থা করতেও তৈরি ফাউন্ডেশনের হাসপাতাল৷ সেনার পাশে দাঁড়িয়ে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগ করে নিতে তৈরি বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ সেনাদের পাশে দাঁড়িয়ে, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বও তাঁরা ভাগ করে নিতে চান।
ফাউন্ডেশনের তরফ থেকে পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করা হয়েছে। জঙ্গিদের ‘মানবতার শত্রু’ আখ্যা দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বে এমন কোনও শক্তি নেই, যা ভারতের একতাকে ভাঙতে পারে৷ ভারত কোনও দিনও বীর জওয়ানদের ভুলবে না৷
উপরে রিলায়েন্স এর তরফ থেকে জারি হওয়া প্রেস নোটের ছবি দেওয়া হয়েছে। এই প্রেস নোট রিলায়েন্স এর ট্রাস্ট রিলায়েন্স ফাউন্ডেশন করেছে। এই নোটে পুলবামায় শহীদ হওয়া সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এবং উনাদের পরিবারকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে।
Read More : বড়সড় ঝটকা খেলো পাকিস্তান, ব্ল্যাকলিস্টে রেখে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার!
পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করে জঙ্গিদের ‘মানবতার শত্রু’ আখ্যা দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বে এমন কোনও শক্তি নেই, যা ভারতের একতাকে ভাঙতে পারে৷ ভারত কোনও দিনও বীর জওয়ানদের ভুলবে না৷
Read More : খবর পড়তে গিয়ে চোখে জল সঞ্চালিকার, সঙ্গে কাঁদলো গোটা দেশ!
দেশের খারাপ সময়ে মুকেশ আম্বানি এগিয়ে এসেছেন। শুধু এই নয়, উনি এটাও বলেছেন যে সরকার যদি উনাকে আরো দায়িত্ব দেয় তাহলে উনি সেটা পালন করার চেষ্টা করবেন। কোনোরকম দায়িত্ব থেকে রিলায়েন্স পেছনে সরবেন না বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। আজ সারা দেশ যখন উত্তপ্ত, শহীদ পরিবারে মানুষ যখন নিজেদের অসহায় মনে করছেন তখন দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন মুকেশ আম্বানি।