বসন্ত বরণের উৎসবে একযোগে সকলে মেতে উঠেছে দেশ। রঙে রঙে রঙিন হয়ে উঠেছে আমাদের চারপাশ। এই হোলির কতগুলি বিষয় ভীষণ কমন।তারমধ্যে একটি হলো রং যা ছাড়া এই রঙের উৎসব অসম্পূর্ণ আর দ্বিতীয়টি হল গান ও নাচ যা এই উৎসবের ক্ষেত্রে আলাদা একটা মাত্রা এনে দেয়। গানের ক্ষেত্রে দেখা যায় সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ প্রত্যেকেই দোল খেলবার সময় যে গানটির সবথেকে বেশি ব্যবহার করেন সেটি হল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও রেখা (Rekha) অভিনীত ‘সিলসিলা’(Silsila) ছবির গান। ৩০ বছর আগে বিগবি অমিতাভ বচ্চনের গাওয়া ‘সিলসিলা’ ছবির ‘রঙ বরসে’ গানের মধ্যে আলাদাই একটি মাদকতা আছে। তাই এত বছর পর আজও বসন্ত বরণের উৎসব এই গানটি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। এই গান মুহূর্তের মধ্যেই সকলের মনকে রঙিন করে তোলে।
দোলের মরসুমে আবারও এই গানটি ভাইরাল হলো,তবে এটি বিগ -বির গাওয়া গান নয়। ভাইরাল এই ক্লিপটিতে দেখা গেল ‘রঙ বরসে’গানটি গাইছেন ‘সিলসিলা’ছবির নায়িকা বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে যে গোল্ডেন কালারের কাঞ্জিভরম শাড়ি ও গোল্ডেন গহনাতে নিজেকে সুন্দর করে সাজিয়েছেন রেখা। কপালে পরেছেন ছোট্ট একটা টিপ আর মাথায় দিয়েছেন সিঁদুর তারপর হারমোনিয়াম বাজিয়ে গান শুরু করেছেন তিনি।
ভাইরাল ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি রিয়েলিটি শোয়ের ভিডিও। বিগবি-র গলায় গাওয়া এই গান রেখার গলায় আলাদাই একটি মাত্রা এনে দিয়েছে। রেখার এই গান শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন শো এর সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma) উচ্ছ্বসিত হয়ে উঠেছেন নভজিৎ সিং সিধুও (Navjot Singh Sidhu।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে স্বভাবসুলভ ভঙ্গিতেই রেখা বলছেন,“কাল খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরোবে রেখা আর অভিনেত্রী নন,তিনি উঠতি গায়িকা”। নিজেকে ‘উঠতি গায়িকা’ বলে বিনয় প্রকাশ করলেও গানের ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট দক্ষ, তা ভিডিওটি দেখলেই বোঝা যাবে। রেখার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরাও। উল্লেখ্য এই ভিডিওটি সাম্প্রতিককালের কোন ভিডিও নয়, এটি ২০১৯ সালের একটি ভিডিও দোলের মরসুমে যা পুনরায় ভাইরাল হয়েছে।
Legend #Rekha singing #RangBarse !
Thanks for giving these moments @KapilSharmaK9
Happy Holi❤️ pic.twitter.com/sA3iKeOVjF— Sayema (@_sayema) March 29, 2021