বাংলা সিরিয়ালের এই ১৪ তারকা আসলে ভাই-বোন, ৯৯% মানুষ জানেন না

Real Life Brothers And Sisters of Bengali Serials : ভাই-বোন মিলে কাঁপাচ্ছেন সিরিয়াল, বাংলা সিরিয়ালের এই ১৪ তারকা বাস্তবে ভাই-বোন

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) তারকারা যেন দর্শকদের কাছে অনেক আপনজন। এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে তারকারা কেউ কারও বন্ধু হন, কেউ জীবনসঙ্গী, কেউ প্রেমিক-প্রেমিকা আবার কেউ হন শত্রু। তবে জানেন কি বাংলা সিরিয়ালে যারা আজ অভিনয় করছেন তাদের মধ্যে অনেকের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে? বাস্তবে এরা সেলিব্রিটি ভাই-বোন bengali Mega Serial Celebrity Brother And Sisters)। আজ এই প্রতিবেদনে রইল তাদের পরিচয়।

অনন্যা গুহ (Ananya Guha) : কৃষ্ণকলি ধারাবাহিকের খল চরিত্রে অভিনয় করার পর অনন্যা বর্তমানে লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মিঠাই ধারাবাহিকে অভিনয় করছেন। যদিও মিঠাইয়ের পিঙ্কিজিকে বিগত বেশ কয়েক মাস ধরে আর সিরিয়ালে দেখা যাচ্ছে না। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই অনন্যা খুবই জনপ্রিয় হয়েছেন। বাস্তবে তার দিদি অলকানন্দা গুহও একজন সিরিয়াল অভিনেত্রী। তিনি আয় তবে সহচরী ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

ananya guha mithai

আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee) : বাংলা সিরিয়াল প্রেমিরা ছোট্ট আর্শিয়াকে এখনও ভুতু বলে মনে রেখেছেন। আসলে এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন তিনি। তারপর হিন্দি সিরিয়ালেও অভিনয় করে আর্শিয়া। অনেকেই হয়তো জানেন না তার দিদি অদ্রিজা মুখার্জীও একজন অভিনেত্রী। তিনি সান বাংলার ‘দেবী’ সিরিয়ালে অভিনয় করেছিলেন।

পায়েল সরকার (Payel Sarkar) : যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয় করেছিলেন পায়েল। এরপর তিনি স্টার জলসাতে মাধবীলতা সিরিয়ালে অভিনয় করছিলেন। বাস্তবে তার একজন দিদি রয়েছেন যার নাম জুঁই সরকার। অসংখ্য জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন জুঁই। বর্তমানে তাকে মন দিতে চাই ধারাবাহিকে দেখা যাচ্ছে।

জন ভট্টাচার্য (John Bhattacharya) : জি বাংলার ‘রিমলি’ ধারাবাহিকের নায়ক মিঠাই সিরিয়ালে খলনায়ক হিসেবে অভিনয় করার পর আরও জনপ্রিয়তা পান। এখন সান বাংলাতে দেবাদৃতা বসুর বিপরীতে আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তার ভাই শ্যাম ভট্টাচার্য মন মানে না সিরিয়ালের নায়ক হিসেবে ছিলেন। শ্যামও কিছুদিন মিঠাই সিরিয়ালে অভিনয় করেছেন।

gourab chatterjee and sourav chakraborty

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) :করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের মথুর বাবু এখন গাঁটছড়া সিরিয়ালে ঋদ্ধিমানের ভূমিকায় রয়েছেন। তার ভাই সৌরভ চক্রবর্তীও একজন অভিনেতা। সৌরভকে কড়ি খেলা ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল।

debadrita-debopriya

দেবাদৃতা বসু (Debadrita Basu) : জয়ী, আলোছায়া থেকে শুরু করে শ্রীকৃষ্ণ ভক্ত মিরা, একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেন দেবাদৃতা। বর্তমানে তিনি আলোর ঠিকানা সিরিয়ালে রয়েছেন। তার বোন দেবপ্রিয়া বসুও দিদির মতই অভিনয় করেন সিরিয়ালে। তাকে ক্যানিংয়ের মিনু সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে।

sweta-bhattacharya-and-tanushree

শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) : বাংলা সিরিয়ালের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা‌। যমুনা ঢাকি, জরোয়ার ঝুমকোর পর এখন সোহাগ জল সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তার দিদি তনুশ্রী ভট্টাচার্য করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে ভবতারিণী চরিত্রে অভিনয় করতেন। বর্তমানে গৌরী এলো সিরিয়ালে অভিনয় করেন তনুশ্রী।