আবারও ব্যাংকের নিয়মে বদল। ১লা জানুয়ারি থেকে দেশ জুড়ে বদলে গেল চেক পেমেন্টের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী ৫০,০০০ টাকা বা তার বেশী টাকার পেমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন তথ্য দ্বিতীয়বার যাচাই করে নেওয়া হবে। ব্যাঙ্ক প্রতারণা রুখতে বড়সড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের৷ চেক পেমেন্ট নিয়মে জুড়ল এক নতুন পদ্ধতি৷ RBI এর নাম দিয়েছে Positive Pay System হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ে লাগু হবে এই নিয়ম ৷
১লা জানুয়ারি থেকেই পজিটিভ পে সিস্টেম লাগু করতে চলেছে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। অ্যাকাউন্ট হোল্ডাররাই সিদ্ধান্ত নেবেন যে তারা এই সুবিধা নিতে চান নাকি না।
Positive Pay System কি
জালিয়াতি রুখতে ‘পজিটিভ পে সিস্টেম’ চালু করা হচ্ছে। এক্ষেত্রে গ্রাহকের দেওয়া আগের একাধিক চেকের সঙ্গেই নতুন চেকের নম্বর, তারিখ, পাওনাদারের নাম, অ্যাকাউন্ট নম্বর সমস্ত তথ্য যাচাই করা হবে। এই ব্যবস্থায় চেক কেটে কাউকে দেওয়ার আগে, সেটির ছবি তুলে ব্যাঙ্ক-কে পাঠাতে হয়। সেই চেক ভাঙাতে গেলে ছবির সঙ্গে আসলটি মিলিয়ে দেখে ব্যাঙ্ক। দু’টি মিলে গেলে টাকা মেটানো হয়।
‘পজিটিভ পে ইন দ্য চেক ট্রানজেকশন সিস্টেম’ পরিকাঠামো তৈরি করছে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’। সেই পরিকাঠামো ব্যাঙ্কে দেওয়া হবে। ব্যাঙ্কগুলি গ্রাহকদের জন্য সেই পরিকাঠামো চালু করবে।
এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত তথ্য ব্যাঙ্কে জমা দেবেন গ্রাহক। ব্যাঙ্কে দেওয়া এই সমস্ত তথ্য আপলোড করবে ব্যাঙ্কের সিস্টেম। এর সাথে কেন্দ্রীয় ডাটাবেসকে দেওয়া তথ্য যাচাই করবে ব্যাঙ্ক। চেক জমা দেওয়ার সময় চেকে দেওয়া তথ্যের সঙ্গে এই তথ্য মিলে গেলে তবেই লেনদেন সফল হবে। গরমিল হলে সেই চেক বাতিল হবে।
তবে এই প্রক্রিয়া গ্রাহকরা ব্যবহার করবেন কিনা সেটা ঠিক করবেন গ্রাহকরাই। গ্রাহকদের মধ্যে ‘পজিটিভ পে সিস্টেম’ নিয়ে সচেতনতা তৈরির নির্দেশ দিয়েছে আরবিআই। ৫০,০০০ বা তার থেকে বেশী টাকার চেকের ক্ষেত্রে এই সিস্টেম লাগু হবে। এতে ফ্রড অনেকাংশ আটকানো যাবে বলেই আশাবাদী আরবিআই (RBI)।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘পজিটিভ পে’ ব্যবস্থায় চেকের ছবি সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাপে দিতে হয়। এর জন্য স্মার্ট ফোন থাকতে হবে গ্রাহকের। ব্যবস্থাটি বাধ্যতামূলক হলে যাঁদের স্মার্ট ফোন নেই অথবা যাঁরা অ্যাপ ব্যবহারে সচ্ছন্দ নন, তারা চরম সমস্যার সম্মুখীন হবেন।
আইসিআইসিআই ব্যাঙ্ক আগেই সব অঙ্কের চেকের ক্ষেত্রে এই ব্যবস্থা এনেছে। যদিও ওই ব্যাঙ্ক সূত্রের দাবি, এটি বাধ্যতামূলক নয়। যে সব গ্রাহক চেক প্রতারণা নিয়ে সাবধান হতে চান, তাঁরাই ইচ্ছে করলে ওই ব্যবস্থার সুযোগ নিতে পারেন।
আরও পড়ুন : কীভাবে চেক লিখতে হয়, জানুন চেক লেখার সঠিক নিয়ম
এর পাশাপাশি ব্যাঙ্কগুলোকে ভয়েস ফিচারের বিষয়ে গ্রাহকদের সচেতন করার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এসএমএস অ্যালার্ট, ব্রাঞ্চে ডিসপ্লে, এটিএম, ওয়েবসাইট ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভয়েস ফিচার সম্পর্কে সচেতন করা হবে৷